Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাল রঙে আঁচড় কাটতে পারল না গেরুয়া শিবির

সংস্কৃত বিভাগ থেকে গুটিকয়েক ভোট পেলেও নজর কাড়তে পারল না এবিভিপি।

author-image
IE Bangla Web Desk
New Update
jadavpur university, যাদবপুর বিশ্ববিদ্যালয়, jadavpur university elections, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট, যাদবপুরে ভোটের ফল, যাদবপুরে ছাত্র ভোট, এসএফআই, এবিভিপি, টিএমসিপি, jadavpur university student election, ju election, sfi, abvp, tmcp, যাদবপুর ছাত্রভোট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের ফল ঘোষিত।ছবি: শশী ঘোষ।

ভাল পরিকাঠামো, প্লেসমেন্টের সুযোগ, ক্যাম্পাস থেকে নেশা উধাও করার মতো প্রতিশ্রুতি দিয়েও কোনও লাভ হল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে গো-হারান হারল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ছাত্র নির্বাচনের ফলাফলের পর ফের লাল রং মাখল যাদবপুর ক্যাম্পাস।

Advertisment

প্রথমবার যাদবপুরের ছাত্র নির্বাচনে প্রার্থী দিয়েছিল এবিভিপি। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই কপালে ভাঁজ পড়েছিল এসএফআই, ডিএসএ সমর্থকদের। মূলত, ভাষাগত বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগে লড়াই করেছে এবিভিপি। কিন্তু, গেরুয়া রঙ বিন্দুমাত্র আঁচড় কাটতে পারল না বাম মনস্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

দেখুন: ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটে সফল এবিভিপি!’

jadavpur university, যাদবপুর বিশ্ববিদ্যালয়, jadavpur university elections, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট, যাদবপুরে ভোটের ফল, যাদবপুরে ছাত্র ভোট, এসএফআই, এবিভিপি, টিএমসিপি, jadavpur university student election, ju election, sfi, abvp, tmcp, যাদবপুর ছাত্রভোট ছবি: শশী ঘোষ।

এবিভিপির ঝুলিতে কটা? কাউন্টিং শুরুর প্রথম থেকে সেদিকেই নজর ছিল গোটা ক্যাম্পাসের। কাউন্টিং শুরুর প্রথমেই ইঞ্জিনিয়ারিং বিভাগে পিছিয়ে যায় এসএফআই। ঐশী ঘোষকে দিয়ে প্রচার চালালেও ইঞ্জিনিয়ারিং বিভাগে তেমন ফল করতে পারল না এসএফআই । বিপুল ভোটে এগিয়ে জয় লাভ করে ডিএসএফ। প্রথাগত ভাবে রাজনৈতিক দলের কোনও যোগাযোগ নেই।

আরও পড়ুন: যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী DSF, বিজ্ঞান বিভাগ WTI-এর, কলা বিভাগে এগিয়ে SFI

অন্যদিকে কলা বিভাগে অনেক সংখ্যার ভোটে জয়লাভ করে এসএফআই। কলা বিভাগ এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ডিএসএ-র। সংস্কৃত বিভাগের থেকে গুটিকয়েক ভোট পেলেও নজর কাড়তে পারল না এবিভিপি। কিন্তু উল্লেখযোগ্য ভাবে ইঞ্জিনিয়ারিং বিভাগে এসএফআই-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে এবিভিপি। বিজ্ঞান বিভাগেও জয়লাভ করতে পারেনি এসএফআই। সেখানে জয় লাভ করেছে ডব্লিউটিআই।

'জব সাত রং লাহেরায়গা', লাল নয় শুধু, নীল হলুদ সবুজ রঙে জয় ঘোষণা করে ডিএসএফ। অন্যদিকে, কলা বিভাগ থেকে উড়ল লাল আবির। গেরুয়া রঙের চিহ্ন দেখা গেল না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Jadavpur University
Advertisment