ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। শনিবার সকালে জেদ্দা থেকে হংকংগামী বিমানে সমস্যা। ওড়ার কিছু সময়ের মধ্যেই বিমানের উইন্ডশিল্ড-এ ফাটল দেখা দেয়। তড়িঘড়ি পাইলট বিমানের জরুরি অবতরণের জন্য বিমান বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এর কিছু সময়ের মধ্যেই কলকাতা বিমান বন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাঝ আকাশে বাতাসের চাপে বিমানের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। ফলে বিমানটিকে জরুরি অবতরণ করার অনুরোধ করেন পাইলট। বিমানবন্দরের আধিকারিকরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে যে বিমানটি দুপুর ১২টা বেজে ০২ মিনিটে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
বিমানটি যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ছিল তখন ঘটনাটি পাইলটের নজরে আসে এবং পাইলট অবিলম্বে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। জানা গিয়েছে বিমানটিতে চারজন বিমানকর্মী ছিলেন। বিমান বন্দর সূত্রে খবর, জেদ্দা থেকে হংকংগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি কার্গো বিমান শনিবার কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটলের কারণে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।