'এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া…!' এবারের পুজোয় সবই আছে, সবাই আছে। নেই শুধু কালী। কালীকে ছাড়াই কালীর আরাধনায় ব্রতী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর মে মাসে কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হন মমতার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিচিতরা কালী বলেই চিনতেন তাঁকে। সেই মানুষটা আর ইহলোকে নেই। প্রয়াত ভাইয়ের শোকে মা কালীর মূর্তির পাশেই তাঁর ছবি রেখে পুজো করলেন মমতা।
Advertisment
দীপান্বিতা অমাবস্যায় ফি বছর কালীপুজো করেন মমতা। কালীঘাটের ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই বাড়িতে সাজ সাজ রব। নিজে হাতে পুজোর কাজ, গোছগাছ করেন মমতা। প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সব কিছুই নিজে হাতে করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবারও সেই দৃশ্য দেখা গেল তাঁর কালীঘাটের বাড়িতে। কখনও আবার মায়ের ভোগ রান্না করতেও দেখা যায় তাঁকে।
এই একটি দিন মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা সর্বসাধারণের জন্য খোলা। তবে এবছর করোনা পরিস্থিতির জন্য বিধিনিষেধ রয়েছে কিছু। মাস্ক-টিকা বাধ্যতমূলক সবার জন্য। এদিন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরা আসেন পুজোয়। মমতা তাঁদের অভ্যর্থনা জানান। বছর দুই আগে মমতার বাড়ির পুজোয় এসেছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়।
তবে এবারের পুজোয় সব কিছু থাকতেও প্রিয় মেজোভাই কালী নেই। তাই মন কিছুটা উদাস মুখ্যমন্ত্রীর। ভাইয়ের মৃত্যুশোক ভুলে কাজেই লিপ্ত থেকেছেন মমতা। তবে কালীপুজোর বিশেষ দিনে ভাইকে আলাদা ভাবে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন