কলকাতা পুলিশের অন্তর্গত থানায় কি পোশাকবিধি চালু হল? কসবা থানার ঘটনায় এই প্রশ্নই সামনে এল।
বাড়ির পাশের মন্দিরে চুরি হওয়ায় টি শার্ট, হাফ প্যান্ট পরেই কসবা থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় দুই যুবক। কিন্তু, তাঁদের থানায় ঢুকতে দেওয়া হয়নি। ওই দুই যুবকের দাবি, কারণ হিসাবে ওই থানায় কর্তৃব্যরত এক হোমগার্ড জানিয়েছিলেন টি শার্ট, হাফ প্যান্ট পড়া অবস্থায় থানায় ঢোকা যাবে না। পরে অবশ্য ওই দু'জনের একজন বাড়ি থেকে ফুল প্যান্ট পড়েই থানায় প্রবেশের সুযোগ পান।
এরপরই প্রশ্ন উঠে যায় তাহলে কি এবার থেকে পোশাকবিধি চালু হল?
এবিষয়ে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে জানতে চান ওই দুই যুবকের একজন। যার পালটা কলকাতা পুলিশের প্রশ্ন, 'আপনি কি অফিসে শর্টস পরে যান?' গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (এসএসবি) রশিদ মুনির খান।
এই ঘটনায় উত্তাল নেটদুনিয়াও। অধিকাংশই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁদের মতে, অভিযোগ না নেওয়ার বাহানা হিসাবেই অজুহাত খাড়া করছে পুলিশ।
শুধু কসবা নয়, সম্প্রতি বাঁশদ্রোণী, বারাসতের বাসিন্দাদেরও নানা কাজে টি শার্ট, হাফ প্যান্ট পড়ে থানায় গেলে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে অভিযোগ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন