কলকাতা পুরভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। সেখানে কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করেন অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, শিশির বাজোরিয়ারা। কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করালে আদালতে যেতে পারে বিজেপি, হুঁশিয়ারি দিলেন অর্জুন।
এদিন সাংসদ অর্জুন সিং বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে রাজ্য নির্বাচন কমিশন। এরা নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। শান্তিপূর্ণ ভোট ও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আমরা আদালতে যেতে পারি।" তবে বিজেপির উল্টো সুর আরেক বিরোধী শিবির বামেদের। এদিন বাম প্রতিনিধি দলও কমিশনে যায়। সেখানে বাম নেতা রবীন দেব বলেন, কেন্দ্রীয় বাহিনী রাজ্যের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। তাই তাতে কোনও লাভ হবে না। তার চেয়ে বরং শান্তিপূর্ণ ভোট করানোর ব্যাপারে কমিশনকেই নিশ্চিত করতে বলেছে বামেরা।
প্রসঙ্গত, গতকালই রাজ্য নির্বাচন কমিশনর সৌরভ দাসকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সকালে নির্বাচন কমিশনারকে রাজভবনে আসতে বলেছিলেন তিনি। সেই মতো এদিন নির্ধারিত সময়ে রাজভবনে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। পুরভোট নিয়ে এদিন তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা চলে ধনকড়ের।
আরও পড়ুন ‘সব পুরসভায় কেন একদিনে ভোট নয়?’ নির্বাচন কমিশনারকে প্রশ্ন ক্ষুব্ধ রাজ্যপালের
সেই বৈঠকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করার কথা জানতে চান ধনকড়। সুষ্ঠু ভোট করাতে কী কী ব্যবস্থা নিচ্ছে কমিশন তা জানতে চান রাজ্য়পাল। আগামী শনিবারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে সিদ্ধান্তের কথা জানাতে কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তার পরেই এদিন কমিশনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন