Advertisment

পার্কিং ফি কাণ্ডে নয়া মোড়! অন্যের 'ভুলের' মাশুল গুনতে হল ম্য়ানেজারকে?

কলকাতা পুরসভার পার্কিং দফতরের ম্যানেজারের ঘাড়ে কোপ পড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
parking kolkata kmc meyor firhad hakim e-tender , পার্কিং নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম! বড় ঘোষণা মেয়রের

পার্কিং ফি কাণ্ডে এবার নয়া মোড়। কলকাতা পুরসভার পার্কিং দফতরের ম্যানেজারের ঘাড়ে কোপ পড়ল। সরিয়ে দেওয়া হল তাঁকে। মঙ্গলবার পুরসভার পার্সোনেল বিভাগ বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। তাতে পার্কিং দফতরের ম্যানেজার অর্ঘ্য শিকদারকে সরানো হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে সোশ্যাল সেক্টর বিভাগে।

Advertisment

কেন তাঁকে সরানো হল সেটা উল্লেখ করা নেই বিজ্ঞপ্তিতে। তবে সাম্প্রতিক বর্ধিত পার্কিং ফি-কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই কারণেই এই অপসারণ বলে পুরসভা সূত্রের খবর। সূত্রের খবর, কেন পার্কিং ফিং বাড়ানো হচ্ছে সেই প্রস্তাবের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ ব্যাখ্যা দেননি ওই ম্যানেজার। গত ১ এপ্রিল থেকে পুরসভা বর্ধিত পার্কিং ফি চালু করায় আম আদমি তো বটেই, তৃণমূলের অন্দরেও ক্ষোভ তৈরি হয়।

বিরোধীদের অভিযোগ, অন্যের ভুলের মাশুল গুনতে হচ্ছে ওই ম্যানেজারকে। বর্ধিত পার্কিং ফি-র সিদ্ধান্তে সিলমোহর দেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র পারিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্রেফ একজন ম্যানেজারকে সরিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের ভুল ঢাকতে চাইছেন। যদিও পুরসভার দাবি, এটা রুটিন বদলি। পার্কিং ফি-র সঙ্গে কোনও সংযোগ নেই। ওই ম্যানেজারও কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন পার্কিং নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম! বড় ঘোষণা মেয়রের

এদিকে, পার্কিং ফি নিয়ে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েছিলেন মেয়র। ফি বিতর্কে নতুন করে মুখ খুলতে চাননি ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় পার্কিংয়ের দায়িত্বে থাকা দেবাশিস কুমারও কোনও রা করেননি। তৃণমূলের অন্দরের টানাপোড়েন প্রকাশ্যে আসতেই ‘ক্লোজড চ্যাপটার’ বলে জানিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। এসবের মধ্যেই গত সোমবার কলকাতা পুর এলাকায় পার্কিং নিয়ে মুখ খোলেন মেয়র। ঘোষণা করেন, এবার থেকে কলকাতা পুরসভার সমস্ত পার্কিংয়ের ক্ষেত্রে ই-টেন্ডার করা হবে।

Firhad Hakim West Bengal KMC
Advertisment