মঙ্গলবার বড়দিনের রাতে যখন উৎসবে মাতোয়ারা শহর, সেই সময় আইনভঙ্গের অপরাধে কলকাতা এবং তাঁর সংলগ্ন এলাকা থেকে মোট ১৭২৬ জনকে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান এদের মধ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে ১৪৩ জনকে।'
আরও পড়ুন: রাজীব কুমারকে ঘিরে বেনজির পদক্ষেপ মমতা সরকারের, পুলিশ হলেন আমলা
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলীধর শর্মা সাংবাদিকদের বলেন, "৫৫৮ জনকে অবৈধ আচরণের দায়ে, ৯ জনকে জুয়া খেলার জন্য, বাইকে তিনজন আরোহী নিয়ে চালানোর জন্য ২৬২ জন এবং হেলমেটবিহীন বাইক চালানোর জন্য ৪৯৬ জনকে আটক করা হয়েছে।"
আরও পড়ুন: বাড়তে চলেছে ট্রেনের যাত্রী ভাড়া, ইঙ্গিত রেল বোর্ডের চেয়ারম্যানের
আটকদের মধ্যে ১০৬ জনকে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে, ৬৬ জনকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য এবং ৮৬ জনকে প্রতিরোধমূলক হেফাজতে রাখা হয়েছে। বড়দিনের এবং নতুন বছরের উৎসব চলাকালীন সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না হয়, সেই কারণে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। শীতের ছুটির আমেজ নিয়ে বড়দিনে আমেজে ভেসেছে মহানগর। কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস ক্যাথিড্রাল, পার্ক স্ট্রিট। সেই কথা মাথায় রেখেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে।
Read the story in English