Advertisment

রাজপথে অপর্ণা-কৌশিক-সহ নাগরিক সমাজ, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে’

ইতিহাসবিদ রামচন্দ্র গুহর আটক হওয়ার ঘটনায় ‘ধিক্কার’ জানিয়ে অপর্ণা সেন বলেন, ‘‘১৪৪ ধারা জারি করে প্রতিবাদ থামানো যায় না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
anti caa rally, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল, কলকাতায় সিএএ বিরোধিতায় মিছিল, caa protest, anti caa rally in kolkata, সিএএ, সংশোধিত নাগরিকত্ব আইন, অপর্ণা সেন, aparna sen, kaushik sen, কৌশিক সেন, caa

সিএএ বিরোধিতায় রাজপথে অপর্ণা-কৌশিক-সহ বহু সাধারণ নাগরিক। ছবি: শশী ঘোষ।

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে গর্জে উঠল কলকাতার রাজপথ। সিএএ বিরোধিতায় মধ্য কলকাতার এসএন ব্যানার্জি রোডে মিছিলে পা মেলালেন অসংখ্যা সাধারণ মানুষ। মিছিলে যোগ দিয়েছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনও। মিছিলে শামিল হয়েছেন অসংখ্য পড়ুয়াও।

Advertisment

এদিনের মিছিল থেকে অপর্ণা সেন বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতা আঠার মতো ভারতবর্ষকে জুড়ে রেখেছে। যতদিন তার উপর আক্রমণ চলবে, ততদিন এই আন্দোলন চলবে’’। অভিনেতা কৌশিক সেন বলেন,‘‘এটা ফ্যাসিস্ট সরকার, লম্বা লড়াই’’। মিছিলে যোগ দিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন বলেন, ‘‘সাধারণ মানুষ একত্রিত না হলে মুশকিল।এটা জনগণের মিছিল। আজ ঐতিহাসিক দিন। দেশের সমস্ত নাগরিক আজ মিছিলে হাঁটছেন’’।

আরও পড়ুন: ইতিহাসবিদ রামচন্দ্র গুহের আটকে নিন্দায় সরব মমতা

anti caa rally, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল, কলকাতায় সিএএ বিরোধিতায় মিছিল, caa protest, anti caa rally in kolkata, সিএএ, সংশোধিত নাগরিকত্ব আইন, অপর্ণা সেন, aparna sen, kaushik sen, কৌশিক সেন, caa কলকাতায় সিএএ বিরোধিতায় মিছিল। ছবি: শশী ঘোষ।

ইতিহাসবিদ রামচন্দ্র গুহর আটক হওয়ার ঘটনায় ‘ধিক্কার’ জানিয়ে অপর্ণা সেন বলেন, ‘‘১৪৪ ধারা জারি করে প্রতিবাদ থামানো যায় না’’।

আরও পড়ুন: ‘আধার-ভোটার কার্ড নহি চলেগা! বিজেপি কা মাদুলি চলেগা?’, শাহকে প্রশ্ন মমতার

উল্লেখ্য, সিএএ বিরোধিতায় আজ কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মিছিল চলছে। বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টাউনহল থেকে তাঁকে আটক করে বেঙ্গালুরু পুলিশ, এমনটাই জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। রামচন্দ্র গুহর সঙ্গে আটক হয়েছেন প্রায় শ’খানেক আন্দোলনকারী। সিএএর প্রতিবাদে উত্তাল রাজধানীও। দিল্লির মান্ডি হাউসে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, নীলোৎপল বসু, বৃন্দা কারাট-সহ বাম নেতারা, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

এদিকে, গত ৩ দিন টানা মিছিলের পর আজ বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩ দিন ধরেই সিএএ ও এনআরসির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আজকের সভা থেকে ফের কী বার্তা দেন মমতা, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। অন্যদিকে, সিএএ বিরোধিতায় আজ কলকাতার রাজপথে নামছে বাম ও কংগ্রেসও।

Advertisment