বউবাজারের বহুতলে বিধ্বংসী আগুন

বহুতলের বেশ কয়েকটি ঘরের আসবাব ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে, বাসিন্দারের নিরাপদেই উদ্ধার করা হয়েছে।

বহুতলের বেশ কয়েকটি ঘরের আসবাব ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে, বাসিন্দারের নিরাপদেই উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছনি

সোমবারের ব্যস্ত দুপুরে বউবাজারের বহুতলে হঠাৎ বিধ্বংসী আগুন। বউবাজার থানার উল্টো দিকে শম্ভূদাস লেনে এক বহুতলে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

Advertisment

আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বহুতলের বেশ কয়েকটি ঘরের আসবাব ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে বাড়ির লোকেদের নিরাপদেই বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

ঘিঞ্জি এলাকা হওয়ায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে, প্রায় ১ ঘন্টার চেষ্টায় বহুতলের আগুন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। তবে পরেট ফায়ার রয়েছে কিনা তা দেখা হচ্ছে বলে দমকল জানাচ্ছে। এসেছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

Advertisment

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata fire