Advertisment

Kolkata Building Collapse: ডাকাতির দায়ে ৯ বছর জেল খাটেন ওয়াসিম, রকেট গতিতে উত্থান ধৃত প্রোমোটারের

Kolkata Building Collapse: পুলিশ জানিয়েছে, বাম আমলে চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ৯ বছর জেলে ছিলেন ওয়াসিম। রাজ্যে পালাবদলের পর জমি কেনাবেচার দালালি ব্যবসায় হাত পাকান ওয়াসিম। বছর চারেক আগে প্রোমোটিং ব্যবসায় হাতেখড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ এলাকায় তিনটি প্রোমোটিংয়ের কাজ করছিলেন ওয়াসিম।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Under-Construction Building Collapses

Kolkata Building Collapsed: গার্ডেনরিচে চলছে ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ। ছবি: শশী ঘোষ

Kolkata Building Collapse: গার্ডেনরিচ কাণ্ডে অভিযুক্ত প্রোমোটার মহম্ম ওয়াসিমকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এবার সেই নির্মাণের প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। তবে ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। এমনকী জেলও খেটেছেন এই প্রভাবশালী প্রোমোটার।

Advertisment

পুলিশ জানিয়েছে, বাম আমলে চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ৯ বছর জেলে ছিলেন ওয়াসিম। রাজ্যে পালাবদলের পর জমি কেনাবেচার দালালি ব্যবসায় হাত পাকান ওয়াসিম। বছর চারেক আগে প্রোমোটিং ব্যবসায় হাতেখড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ এলাকায় তিনটি প্রোমোটিংয়ের কাজ করছিলেন ওয়াসিম।

গার্ডেনরিচ কাণ্ডে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এবার সেই নির্মাণের প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। তবে তাতেও বিতর্ক থামছে না। এবার নয়া বিতর্ক, ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের সঙ্গে ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠতা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কাউন্সিলরের সঙ্গে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত ওয়াসিমকে। কাউন্সিলরের সাহায্য ছাড়া বেআইনি নির্মাণের ছাড়পত্র মেলা সম্ভব নয়। আরও কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার সঙ্গে ওঠাবসা ছিল ওয়াসিমের। স্থানীয়রা বলছেন, দুর্ঘটনাস্থলের কাছেই ওয়াসিমের নিজের ৫ তলা বাড়িটাও বেআইনি। জানা গিয়েছে, ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে ভেঙে পড়া বহুতলের নির্মাণ শুরু হয়েছিল বছর দেড়েক আগে। প্রায় সাড়ে তিন কাঠা জায়গায় দুটি বাড়ি ছিল। বছর কয়েক আগে ওয়াসিম দুটি বাড়ি কিনে নেন। তার পর শুরু হয় বেআইনি নির্মাণ।

আরও পড়ুন Shams Iqbal TMC: গার্ডেনরিচ কাণ্ডের ধৃত প্রোমোটারের সঙ্গে ঘনিষ্ঠতা, বিতর্কে তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

বহুতলের তিনতলা পর্যন্ত কাজ হয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, মাস দুয়েক আগে নিচের তিনটি তলায় বাসিন্দাদের আসার কথা ছিল। তাঁরা এলে আরও বড় বিপর্যয় হতে পারত। ২ বারের কাউন্সিলর শামস ইকবালের ওয়ার্ডেই রবিবার মধ্যরাতে বিভীষিকায় বেঘোরে প্রাণ গিয়েছে ৯ জনের। তাঁর ওয়ার্ডেই এমন বেআইনি নির্মাণ সম্পর্কে তিনি নাকি জানতেনই না। এমনটা দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এর মধ্যেই ভাইরাল হয়েছে, শামস ইকবালের সঙ্গে ধৃত প্রোমোটারের ছবি। ছবিতে শামস ইকবাল এবং মহম্মদ ওয়াসিমকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে।

স্থানীয় ও অন্যান্য সূত্রে দাবি, অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিম ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের সেই ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠ। যদিও এনিয়ে শামস ইকবালের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এর আগে বিলাসবহুল গাড়ি কিনে বিতর্কে জড়িয়েছেন শামস ইকবাল। পুরসভায় একবার কোটি টাকা মূল্যের অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে এসেছিলেন ইকবাল। সম্প্রতি আরও একটি গাড়ি কিনেছেন তিনি। যার বাজারমূল্য ৫ কোটি টাকা। সেই নিয়ে এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, একজন সাধারণ কাউন্সিলরের কীভাবে রোজগার হতে পারে?

Shams Iqbal kolkata police Garden Reach Building Collapse West Bengal
Advertisment