কলকাতার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক চুরি। নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে পালাল চোর! ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতার বুকে। তাও আবার কাউন্সিলরের বাড়িতে।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুঃসাহসিক চুরি। দোতলার বারান্দার জানলার কাচ খুলে ঢোকে দুষ্কৃতীরা। নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের।
কাউন্সিলর জানিয়েছেন, ভাঙা হয়েছে দরজার লক। বিকল করে দেওয়া হয় সিসি ক্যামেরা। ঘরের অবস্থাও লন্ডভন্ড। বারান্দা দিয়ে দোতলায় ঢোকেন কাউন্সিলর। সকালে উঠে তিনি দেখতে পান চুরি হয়েছে তাঁর বাড়িতে। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা এবং কিছু সোনার গয়না রাখা ছিল ঘরে। আর সেগুলিই চুরি হয়েছে।
আরও পড়ুন ‘কালীঘাটের কাকু’র সংস্থার ডিরেক্টর অভিষেকের বাবা-মা ও স্ত্রী! বিরাট দাবিতে শোরগোল ফেললেন শুভেন্দু
কাউন্সিলরের বাড়িতে তদন্ত আসে গড়িয়াহাট থানার পুলিশ। নিছক চুরির ঘটনা না কি নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।
সুদর্শনার দাবি, অনেক জমি মাফিয়া প্রোমোটিং, সিটিজেন্স পার্ক নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। সিটিজেন্স পার্কের জমিটা পুনরুদ্ধার হয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দফতরের তত্ত্বাবধানে হয়েছে। তা নিয়েও তাঁর বিরুদ্ধে কেস হয়েছে। তাই এই চুরির ঘটনার পিছনে অন্য কারণ দেখতে পাচ্ছেন কাউন্সিলর।