Advertisment

নোংরা ফেলা নিয়ে গন্ডগোল, খাস কলকাতায় চলল পর পর গুলি, ব্যাপক আতঙ্ক

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের গাড়িতে প্রেস এবং পুলিশ স্টিকার লাগানো রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gun Violence

প্রতীকী ছবি

নোংরা ফেলা নিয়ে তর্কাতর্কি, অশান্তির জের। রাগের বশে গুলি চালানোর অভিযোগ খাস কলকাতায়। মঙ্গলবার রাতে সাড়ে দশটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠপুর এলাকায়। একটি বহুতল আবাসনের বাসিন্দা আবর্জনা ফেলা নিয়ে গন্ডগোলে জড়ান। স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার পর তিনি গুলি চালান বলে অভিযোগ।

Advertisment

স্থানীয়দের অভিযোগ, ফ্ল্যাটের বাসিন্দা আচমকা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁদের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। নোংরা ফেলার প্রতিবাদ করায় বাগবিতণ্ডার জেরে তিনি রাগের বশে বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, প্রায়শই রাস্তার উপর তিনি নোংরা ফেলতেন। তা নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় ক্লাবের সদস্যরা। অশান্তির জেরে তিনি সদস্যদের লক্ষ্য করে পর পর দুবার গুলি ছোড়েন। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

আরও পড়ুন চূড়ান্ত সফল মুখ্যমন্ত্রীর স্বপ্নের উদ্যোগ! শুরু হয়ে গেল ভর্তি প্রক্রিয়াও

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বুধবার সকালে পুলিশ ফ্ল্যাটের চারপাশে পিকেটিং করে রেখেছিল। আবাসনের বাসিন্দার কাছে বন্দুক কোথা থেকে এল, তার লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের গাড়িতে প্রেস এবং পুলিশ স্টিকার লাগানো রয়েছে। তাঁর আসল পরিচয় নিয়ে ধন্দে স্থানীয়রা। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

kolkata police West Bengal
Advertisment