/indian-express-bangla/media/member_avatars/2025/04/09/2025-04-09t173406435z-459495234_8583760288310272_8239406885717946983_n.jpg )
/indian-express-bangla/media/media_files/2024/10/25/UEohY97x8GMDrvI3lUZc.jpg)
Kolkata Cyclone Dana Effect: ঘূর্ণিঝড় দানার দাপটে ব্যাপক বৃষ্টি কলকাতায়, জলমগ্ন শহর। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/media_files/2024/10/25/QHuuc1zm2PthsBOpBpyn.jpg)
ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে এক নাগাড়ে বৃষ্টি, কলকাতার দিকে-দিকে জল জমে বিরাট বিপত্তি!
/indian-express-bangla/media/media_files/2024/10/25/8xBCqrfHOWz517VepZCs.jpg)
বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মাঝে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি বাংলাতেও।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/4WcZFpSIwylZLch7D898.jpg)
শক্তিশালী ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়ল শহর কলকাতাতেও। একটানা তুমুল বৃষ্টিতে জল থই থই তিলোত্তমা মহানগরী।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/bBskVsRIFxzmSZfIr1Se.jpg)
কোথাও হাঁটু জল-কোথাও কোমর সমান জল জমে বিরাট বিপত্তি। দিকে দিকে গাড়ির গতি স্লথ। কাজের দিনে মহানগরীতে যানজট। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, বউবাজার, ঠনঠনিয়া, বিধান সরণিতে।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/VHCndNuLBnPL59G1fZQW.jpg)
প্রবল বৃষ্টিতে জলমগ্ন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের ঢোকার পথ।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/pXbchuggGQhm1FDX9C5I.jpg)
ঘূর্ণিঝড় দানার দাপটে ব্যাপক বৃষ্টি কলকাতায়। জল থইথই কলকাতা মেডিক্যাল কলেজ সংলগ্ন ফুটপাত। জল পেরিয়ে যাচ্ছেন পথচারীরা।
/indian-express-bangla/media/media_files/2024/10/25/5RKDto59ohV6SbDo7czs.jpg)
কলকাতা শহরের যে এলাকাগুলিতে জল জমেছে সেখানে পাম্প বসিয়ে জল বের করার তীব্র প্রচেষ্টায় পুরসভার কর্মীরা। তাঁরা জানিয়েছেন, বৃষ্টির দাপট কমতে শুরু করলেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এগোবে। তবে বারবার ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যাচ্ছে। দিকে-দিকে যানজট তৈরি হচ্ছে।