রোজভ্যালি মামলায় সিবিআই দফতরে শেষ পর্যন্ত হাজিরা দিলেন রাজীব কুমার। এদিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে ফের সময় চান রাজীব। শুক্রবার রাজীবের চিঠি সিজিও কমপ্লেক্সে পৌঁছে দেন সিআইডি-র এক আধিকারিক। এরপর দুপুরে সিজিও কমপ্লেক্সে আসেন রাজীব।
প্রসঙ্গত, সারদার পাশাপাশি রোজভ্যালি মামলাতেও নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন নগরপালের। কিছুদিন আগেই রাজীবকে এ মামলায় হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। সেই তলবের প্রেক্ষিতে সেদিনও সিবিআইকে চিঠি দিয়ে অতিরিক্ত সময় চান রাজীব। সেবার কলকাতার প্রাক্তন নগরপালের চিঠি সিবিআই দফতরে পৌঁছে দিয়েছিলেন সিআইডির দুই প্রতিনিধি।
আরও পড়ুন: সারদাকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের
এদিকে, আবারও গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেয়েছেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২০ অগাস্ট পর্যন্ত রাজীবকে গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার রাজীবকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। শেষবার রাজীবকে ২ সপ্তাহের জন্য অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। আগামী ১৯ অগাস্ট এ মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: দিল্লি গেলেন সব্যসাচী, গলায় মুকুল-অর্জুনের সুর
প্রসঙ্গত, সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এ নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। শেষমেশ জুন মাসে সিজিও দফতরে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন রাজীব কুমার। সেদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। এর আগে, শিলঙে জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে ওঠে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এ মামলায় রাজীব কুমারের গ্রেফতারির ‘রক্ষাকবচ’ সরিয়ে নেয় শীর্ষ আদালত। তবে কলকাতার প্রাক্তন নগরপালকে ৭ দিনের আইনি সুরক্ষা দেয় আদালত। রাজীবের সেই সুরক্ষার মেয়াদ আগেই শেষ হয়েছে।