সারদা মামলায় ফের স্বস্তি পেলেন রাজীব কুমার। রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ালো কলকাতা হাইকোর্ট। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ২ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আইনি পরামর্শের জন্য কলকাতার বাইরে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন রাজীব। এজন্য সপ্তাহে দু’বার আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন কলকাতার প্রাক্তন নগরপাল। আইনজীবীর কাছে রাজীব কুমারের যাওয়ার ২৪ ঘণ্টা আগে সিবিআইকে জানাতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে হবে রাজীবের আইনজীবীকে।
আরও পড়ুন: স্রেফ আমাকেই সিবিআই জেরা কেন, হাইকোর্টে প্রশ্ন তুললেন রাজীব কুমার
এর আগে এ মামলায় কলকাতা হাইকোর্টে রাজীব কুমার বলেন, সারদা মামলায় নাম থাকা সত্ত্বেও অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে জেরা করেনি সিবিআই। রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ, ১২১ জন পুলিশ আধিকারিকের মধ্যে থেকে সিবিআই যে তাঁর মক্কেলকেই শুধুমাত্র বেছে নিয়েছে, তার নেপথ্যে কোনও নেতিবাচক উদ্দেশ্য রয়েছে।
প্রসঙ্গত, সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এ নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। শেষমেশ জুন মাসে সিজিও দফতরে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন রাজীব কুমার। সেদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। এর আগে, শিলঙে জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে ওঠে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এ মামলায় রাজীব কুমারের গ্রেফতারির ‘রক্ষাকবচ’ সরিয়ে নেয় শীর্ষ আদালত। তবে কলকাতার প্রাক্তন নগরপালকে ৭ দিনের আইনি সুরক্ষা দেয় আদালত। রাজীবের সেই সুরক্ষার মেয়াদ আগেই শেষ হয়েছে।