/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/airport-kol-759.jpg)
ফাইল ছবি।
বাংলায় ক্রমশ বাড়ছে করোনার দাপট। করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। এই পরিস্থিতিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আমেদাবাদ থেকে কোনও যাত্রীবাহী বিমান ঢুকবে না কলকাতায়। এই ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
It is informed that no flights shall operate to Kolkata from Delhi,Mumbai, Pune, Nagpur,Chennai & Ahmedabad from 6th to 19th July 2020 or till further order whichever is earlier. Inconvenience caused is regretted.@AAI_Official@MoCA_GoI@ushapadhee1996@HardeepSPuri@arvsingh01
— Kolkata Airport (@aaikolairport) July 4, 2020
আরও পড়ুন :পানের স্বাদ তেঁতো, আমফান-ত্রাণ না মেলায় ফুঁসছে দক্ষিণবঙ্গ
রাজ্য সরকারের অনুরোধেই ওই ৬ টি শহরের সঙ্গে আপাতত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে, এই নির্দেশিকা বহাল ছিল ৬ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে। সেই সময়সীমার মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হল।
এদিকে, রাজ্যে রোজই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। দৈনিক সংক্রমণে রোজই রেকর্ড গড়ছে বাংলা। এই আবহে রাজ্যের কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হল। আগামী ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত বাংলার কনটেনমেন্ট জোনগুলিতে পূর্ণ লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন