রিপাবলিক ভারতের এডিটর সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এন্টালি থানায় এফআইআর দায়ের করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। দলের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে 'অপমানজনক' মন্তব্য ও অপবাদ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সোমেন মিত্র।
বুধবার তিনি এফআইআর দায়ের করে জেলা কংগ্রেস নেতৃত্বকেও এই ঘটনায় সোচ্চার হয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন।রিপাবলিক ভারতের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক অর্ণব গোস্বামী পালঘরের তিন ব্যক্তিকে হত্যা নিয়ে আলোচনার সময় সোনিয়া গান্ধিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বলে অভিযোগ।
আরও পড়ুন- সোনিয়ার বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য, অর্ণবের নামে এফআইআর, মুম্বাইতে গাড়ি ভাঙচুর
এরপরই তাঁর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট অর্ণব গোস্বামীকে গ্রেফতারের দাবি জানান। জাতীয় কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী ও বিজেপি এই সঞ্চালককে মদত দিচ্ছে। সেই কারণেই একের পর এক অসাংবিধানিক মন্তব্য় করছেন অর্ণব গোস্বামী। কংগ্রেসের বক্তব্য, সনিয়া গান্ধী এদেশে ৫০ বছর কাটিয়ে দিয়েছেন। দেশের জন্য কাজও করে চলেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রি পদে থাকার সময়ই তাঁর স্বামী রাজীব গান্ধি ও শ্বাশুড়ি ইন্দিরা গান্ধিকে হত্যা করা হয়েছে। তাঁর সম্পর্কে যে মন্তব্য করেছেন অর্ণব গোস্বামী তা ক্ষমার অযোগ্য।
অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর মতে, সোনিয়াজির বিরুদ্ধে এমন মন্তব্য করে ঘোরতর অন্য়ায় করেছেন অর্ণব। অনুচিত কাজ করেছেন তিনি। এই ধরনের ঘটনার ফলে হিংসা ও ঘৃণা বাড়তে বাধ্য। এদিন ১০টি ধারায় অর্ণব গোস্বামী ও তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে রাজ্য কংগ্রেস। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তাঁরা। একই অপরাধে দেশের বিভিন্ন রাজ্য থেকেও অর্ণব গোস্বামীর নামে অভিযোগ দায়ের করছে কংগ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন