Advertisment

কলকাতার চিৎপুরে বিধ্বংসী আগুন

এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই গোডাউনে আগুন লাগে বলে জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata fire, কলকাতায় আগুন

দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। ছবি: শশী ঘোষ।

পুজোর আগে কলকাতায় অগ্নিকাণ্ড। চিৎপুরের নয়াপট্টি এলাকায় একটি প্লাস্টিক গোডাউেন বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই গোডাউনে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘণ্টাখানেকের চেষ্টায় বিকেলে আগুন নিয়ন্ত্রণ আসে।

Advertisment

kolkata fire, কলকাতায় আগুন ছবি: শশী ঘোষ।

ঘিঞ্জি এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছোতে বেগ পেতে হয় দমকলকে। আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আশপাশের এলাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে ব্য়াপারে চেষ্টা চালানো হয়।

ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় স্বভাবতই আতঙ্ক ছড়ায়।

kolkata fire, কলকাতায় আগুন আগুন নেভানোয় ব্য়স্ত দমকল বাহিনী। ছবি: শশী ঘোষ।

ওই গোডাউনে অগ্নিনির্বাপক ব্য়বস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news
Advertisment