Advertisment

ভয়াবহ আগুন লেনিন সরণীতে, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

লেনিন সরণীর একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার খবর সামনে এল। জ্যোতি সিনেমার কাছে আগুন লাগে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata fire, lenin sarani, fire

আগুন নেভানোর চেষ্টা চলছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

ফের অগ্নিকাণ্ড কলকাতায়। এবার লেনিন সরণীর একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার খবর সামনে এল। জ্যোতি সিনেমার কাছে আগুন লাগে। ঘটনাস্থলে পৌছছে ৮টি দমকলের ইঙ্গিন। গোটা এলাকা ভরে গিয়েছে কালো ধোঁয়ায়।

Advertisment

আশেপাশের বাড়িতে যাতে আগুন না ছড়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগুন যাতে অন্যত্র না ছড়িয়ে পরে সেই চেষ্টা করছে দমকল কর্মীরা। যেখানে আগুন লেগেছে সেখানে কারুর আটকে থাকার সম্ভাবনা কম, এমনটাই পুলিশ সূত্রে খবর।

কিছুদিন আগেই স্ট্র্যান্ড রোডে রেলের কয়লাঘাটা বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লেগেছিল। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ৯ জন। যদিও লেনিন সরণির এই বিল্ডিংয়ে এখনও কেউ আটকে রয়েছে কি না তা জানা যায়নি। আপাতত আগুন নেভানোর কাছ চলছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news fire
Advertisment