Kolkata Firing: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার ভরদুপুরে বেহালার মুচিপাড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি। বাইক বাহিনীর তাণ্ডবের জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে। কাঠগড়ায় স্থানীয় যুব তৃণমূল নেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা অভিযোগ করেন, এলাকায় আতঙ্ক ছড়াতে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায়। তিন রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেহালা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বুলেটের খোল পুলিশকে দিয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
আরও পড়ুন শ্যুটআউট তদন্তে এবার আইএসআই যোগ! অস্ত্র কারবারে বাংলা করিডরের সন্ধান
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অন্য এলাকার বাসিন্দা অর্ণব এই ওয়ার্ডে কাউন্সিলরের টিকিটের জন্য নাছোড়বান্দা। তাই এই ওয়ার্ডের যুব তৃণমূল নেতৃত্বকে ভয় দেখানোর চেষ্টা করছে। অর্ণবের গতিবিধি নিয়ে নেতৃত্বকে আপত্তি জানিয়েছেন তাঁরা। এদিন এলাকায় আতঙ্ক ছড়াতে অর্ণবের নেতৃত্বে বাইক বাহিনী আসে। স্থানীয় তৃণমূল কর্মীদের দেখে শূন্যে তিন রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন মোহালিতে ধৃত সন্দেহভাজন সুমিত কুমার, ভুল্লরদের ফ্ল্যাটে তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপ!
এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কিছু দুষ্কৃতী বাইকে করে এসে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। সিসিটিভি ফুটজে দেখে তাদের সন্ধান চলছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন