প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুল মামলায় ঘোর অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুল মামলায় মানিক ভট্টাচার্যকে মোটা অঙ্কের জরিমানা করল কলকাতা হাইকোর্ট। মামলাকারী ১৯ পরীক্ষার্থীকে মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ কলকাতা হাইকোর্টের। জরিমানার এই অঙ্ক মানিক ভট্টাচার্যকে তাঁর নিজের উপার্জন করা টাকা থেকে মেটাতে নির্দেশ আদালতের।
উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেট পীরক্ষার মোট ৬টি প্রশ্ন ভুল ছিল। পরবর্তী সময়ে পর্ষদ জানায় যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রত্যেককে পুরো নম্বর দেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের আজও সেই নম্বর দেওয়া হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় তুলে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। ১৯ পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধেই হেলদোলহীন আচরণের অভিযোগ তোলেন তাঁরা।
শুক্রবার প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুল মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে হাইকোর্টে তুলোধনা করে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। পর্ষদ সভাপতিকে মোটা অঙ্কের জরিমানা জমার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি জানিয়েছেন, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্নে ভুল ছিল।
আরও পড়ুন- ‘তালা ভাঙুন-বিশ্বভারতী ক্যাম্পাসে কোনও বিক্ষোভ নয়’, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
পর্ষদ ভুল প্রশ্নের উত্তর লেখার জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়ার কথা বললেও তা করা হয়নি। পর্ষদ সভাপতিকে মানিক ভট্টাচার্যকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা দিতে হবে। মামলাকারী ১৯ জনকেই ২০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। জরিমানার টাকা মানিক ভট্টাচার্যকে তাঁর নিজের উপার্জনের অংশ থেকেই দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন