Advertisment

বইমেলায় জেলা থেকে 'প্যাকেজ ট্যুর' পরিবহণ দফতরের

অন্যান্য দিন যা বাসের ভাড়া সেই ভাড়াই থাকছে। এর আগের বছর জলখাবারের ব্যবস্থা ছিল। এবার সেই ব্যবস্থা থাকছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
book fair

ফাইল ফোটো।

এবারও কলকাতা বইমেলার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর সংযোগ স্থাপন করছে পরিবহণ দফতর। বইমেলার দিনগুলোতে বাঁকুড়া, আসানসোল সহ কয়েকটি জেলা শহর থেকে বাস ছাড়বে কলকাতা বইমেলার উদ্দেশ্যে। ইতিমধ্যে বাসের বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে এবারও আহামরি সাড়া মিলছে না। কিন্তু জেলার বাসিন্দাদের সঙ্গে কলকাতা বইমেলার সংযোগ স্থাপন করাই মূল লক্ষ্য় পরিবহণ দফতরের।

Advertisment

আরও পড়ুন: ঐক্যবদ্ধ ভারতভূমির প্রতীক কলকাতা বইমেলা, উদ্বোধন মঞ্চ থেকে উচ্চারণ মমতার

দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণের চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানান, সিউড়ি, বর্ধমান, ঝাড়গ্রাম, হলদিয়া, বাঁকুড়া, আসানসোল থেকে কলকাতা বইমেলার উদ্দেশ্যে প্রতিদিন বাস ছাড়বে। দূরত্ব অনুযায়ী বাস ছাড়ার সময় ঠিক করা হয়েছে। জানা যাচ্ছে, ১১টা নাগাদ বাস ছাড়ার কথা। অন্যান্য দিন যা বাসের ভাড়া থাকে সেই ভাড়াই রাখা হয়েছে। বাসের মধ্য়েই, এর আগের বছরে জলখাবারের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে, এবার সেই ব্যবস্থা থাকছে না। তমোনাশবাবু জানান, এবছর তেমন একটা সাড়া পায়নি। তাই কোনও প্যাকেট থাকছে না।

আরও পড়ুন: জেলাতেই চাকরি, শিক্ষক নিয়োগে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত মমতা সরকারের

এবারও বইমেলা হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। বাঁকুড়া, আসানসোল সহ বিভিন্ন জায়গা থেকে বইমেলা চলাকালীন প্রতিদিন একটা করে বাস থাকছে। পরিবহণ দফতর জানিয়েছে, বিকেল তিনটে নাগাদ বইমেলা ময়দানে প্রবেশ করবে বাসযাত্রীরা। তারপর মেলা প্রাঙ্গনে সাতটা পর্যন্ত থাকবেন। একটু কাছের এলাকার লোক একটু বেশি সময় থাকতে পারবেন। তমোনাশ ঘোষ জানালেন, একেবারে সাড়া পাচ্ছি না তা নয়। ইতিমধ্যে অনেকেই বুকিং করেছেন। তাঁর মতে, জেলায় জেলায় এখন বইমেলা হচ্ছে। বড় প্রকাশকরা সেখানে পুস্তকের সম্ভার নিয়ে হাজির হচ্ছেন। তাই কলকাতা বইমেলায় আসার প্রবণতা একটু কম।

state transport Book Fair Kolkata International Book Fair
Advertisment