scorecardresearch

ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে আহত ৩ দমকল কর্মী

ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

Kolkata Fire
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মী।

ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মেহের আলি লেনে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের বহু ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দমকলে আসতে দেরি হয়েছে, তবে সেই অভিযোগ অস্বীকার করেছে দমকল।

এদিন সন্ধেয় তিন নম্বর মেহের আলি লেনে একটি কাপড়ের গুদামে আগুন লাগে খবর। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, সরু গলি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে। আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন আধিকারিকরা। জানা গিয়েছে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৩ দমকল কর্মী।

আগুন লাগার খবর পেয়ে প্রথম ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে কাপড়ের গুদামটি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে য়ায়। ঘিঞ্জি গলি হওয়ায় দমকলের ইঞ্জিন আগুনের কাছে পৌঁছতে পারছিল না। তার পর আরও ৬টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে।

Kolkata Fire
মেহের আলি লেনে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন।

আরও পড়ুন ভোররাতে শহরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১১টি ঘর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের জেরে গুদামের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। গুদামের ছাউনিও ভেঙে পড়েছে। আগুন আশেপাশের গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকার অন্যান্য বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

বিস্তারিত আসছে…

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Kolkata massive fire in tangra 16 fire engines rushed to spot