কলকাতা মেট্রোয় মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর যাত্রী সুরক্ষায় আরও নজর দিচ্ছে কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবার মেট্রোর রেকে কনভেক্স মিরর বসানোর ভাবনা। এই আয়নার সাহায্যেই প্ল্যাটফর্মের পুরো ছবি দেখতে পারবেন চালক। এমন ব্যবস্থাই চালু করার নির্দেশ দিল মেট্রোর পরিদর্শনকারী দল। সোমবার একথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রীর হাত আটকে মৃত্যুর ঘটনায় সোমবার শহরে আসেন রেলওয়ে সেফটি আধিকারিকদের একটি দল। কলকাতা মেট্রোয় পরিদর্শনের পরই এই নির্দেশ দেয় রেলওয়ে সেফটির আধিকারিকরা।
অন্যদিকে, মেট্রোর যে ‘মেধা রেকে’ হাত আটকে ৬৬ বছর বয়সী সজল কুমার কাঞ্জিলালের মৃত্যু হয়েছিল, সেই রেকটি সোমবার পরীক্ষানিরিক্ষা করে দেখেন রেলওয়ে সেফটির দল। বর্তমানে টালিগঞ্জ স্টেশনে রাখা রয়েছে ওই রেকটি। শনিবারের মর্মান্তিক দুর্ঘটনার পরই সমস্ত মেধা রেক ফেরানো হয়েছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ফের পরীক্ষানিরিক্ষার পরই ওই রেক চালু করা হবে।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা মেট্রো রেলে, দরজায় হাত আটকে মৃত এক
কলকাতা মেট্রোয় যাত্রীর হাত আটকে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি আগামী ১৮ জুলাই থেকে এ ঘটনার তদন্তে নামছেন মেট্রো রেলওয়ে সেফটির কমিশনার জনক কুমার গর্গ। সোমবার কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির দলও দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখেন তাঁরা। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এ ঘটনায় জড়িত সব কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, কলকাতা মেট্রোয় যাত্রীর মৃত্যুর ঘটনায় সংসদে সরব হন তৃণমূল সাংসদরা। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাঁরা মেট্রো চালাচ্ছেন, তাঁদের এ ঘটনার দায়িত্ব নিতে হবে। এ দেশে কলকাতাতেই শুধুমাত্র মেট্রো রেল চালায় রেলমন্ত্রক। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের কোচ রক্ষণাবেক্ষণে আরও জোর দেওয়া দরকার’’।
Read the full story in English