Advertisment

ফের মেট্রোয় বিপত্তি, দরজা খোলা রেখেই ছুটল ট্রেন

বারবার চেষ্টা করেও মেট্রোর রেকে দরজা বন্ধ করা যায়নি। শেষমেশ দরজা খোলা অবস্থাতেই ছুটল মেট্রোর রেক। দমদম থেকে নিউ গড়িয়া যাওয়ার পথেই বিপত্তি বাধে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro, কলকাতা মেট্রো

কলকাতা মেট্রো। ফাইল ছবি।

আবারও কলকাতা মেট্রোয় বিপত্তি। দরজা খোলা রেখেই চলল মেট্রো। বুধবার সকাল ১০টা ৪১ মিনিট নাগাদ দমদম স্টেশনে বিপত্তি ঘটে। বারবার চেষ্টা করেও মেট্রোর রেকে দরজা বন্ধ করা যায়নি। শেষমেশ দরজা খোলা অবস্থাতেই ছুটল মেট্রোর রেক। দমদম থেকে নিউ গড়িয়া যাওয়ার পথেই বিপত্তি বাধে।

Advertisment

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দরজা খোলা অবস্থাতেই বেশ খানিকটা দূরত্ব পর্যন্ত যায় মেট্রো রেল। এমনকী, এ নিয়ে স্টেশনে কোনও মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়নি বলে দাবি। তবে দরজা আগলানোর জন্য রক্ষী ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘শোভনদা তখন স্কুটারে ঘুরতেন, আমি সাইকেলে’, স্মৃতিমেদুর দিলীপ

কিছুদিন আগে কলকাতা মেট্রোর রেকের দরজায় ফের হাত আটকায় এক যাত্রীর। জানতে পেরে তড়িঘড়ি ট্রেন থামান মেট্রোর চালক। ট্রেন থামিয়ে উদ্ধার করা হয় যাত্রীকে। কোনওরকমে প্রাণে রক্ষা পান ওই যাত্রী। এ ঘটনা ঘটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। কলকাতা মেট্রো সূত্রের খবর, এক যাত্রীর হাতের তালু আটকে গিয়েছিল। সঙ্গে সঙ্গে দরজা খুলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। যাত্রীর হাতে বড়সড় কোনও আঘাত লাগেনি বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। এ ঘটনার কিছুদিন আগে পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর ‘মেধা রেকে’ হাত আটকে ৬৬ বছর বয়সী সজল কুমার কাঞ্জিলালের মৃত্যু হয়। যে ঘটনায় তোলপাড় পড়ে যায় শহর কলকাতায়। কলকাতা মেট্রোর ইতিহাসে এ ঘটনা প্রথম বলে দাবি করা হয়। এ ঘটনার পর সর্বোচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পরই মেট্রোর দরজা ঠেলে জোর করে ঢুকলে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোয় মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিনের ঘটনায় ফের মেট্রোর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল বিভিন্ন মহলে।

kolkata news kolkata metro
Advertisment