আবারও কলকাতা মেট্রোয় বিপত্তি। মেট্রো লাইনে ধোঁয়া দেখা যাওয়ায় বেশ কিছুক্ষণ থমকে রইল পরিষেবা। এদিন দুপুরে রবীন্দ্র সদন স্টেশনে দমদমগামী মেট্রো ঢোকার পরই ধোঁয়া দেখতে পেয়ে ট্রেন থামান চালক। এ ঘটনার জেরে কিছুক্ষণ বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা। সংবাদসংস্থা পিচিআই-কে এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোর এক আধিকারিক।
এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘চাঁদনি চক ও টালিগঞ্জের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। কী কারণে ধোঁয়া বেরোল, তা খতিয়ে দেখা হচ্ছে। টেকনিক্যাল টিম গোটা বিষয়টি পরীক্ষা করে দেখছে।’’।
আরও পড়ুন: অতিথি আপ্যায়ন থেকে ভোগ রান্না, বাড়ির পুজোয় সবই করলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও
বারবার মেট্রোয় বিপত্তি নিয়ে এদিনও ক্ষোভপ্রকাশ করেছেন কয়েকজন যাত্রী। এদিনের ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবীন্দ্র সদন স্টেশনে ট্রেন ঢোকার পরই টানেলে ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল।
প্রসঙ্গত, মেট্রোয় আগুন-আতঙ্কের ছবি আগেও সামনে এসেছে। গত ডিসেম্বরেও মেট্রোয় আগুন লেগেছিল। সেসময় রবীন্দ্র সদন ও ময়দান স্টেশনের মাঝে দমদমগামী মেট্রোর এসি রেকের প্রথম কামরায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর মাঝপথে দাঁড়িয়ে পড়ে মেট্রো। ধোঁয়ায় মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গত জানুয়ারিতে দমদম স্টেশনে কবি সুভাষগামী মেট্রোর কামরায় আগুনের ফুলকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। দমদম স্টেশন থেকে মেট্রো ছেড়ে যাওয়ার পর আগুনের ফুলকি দেখা যায় বলে অভিযোগ করেছিলেন যাত্রীদের একাংশ। গত মার্চ মাসেও দমদম স্টেশনে থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা যায়।
Read the full story in English