নতুন বছরের শুরুতেই স্বস্তির খবর। স্বাভাবিকের পথে কলকাতা মেট্রো। নতুন বছরের প্রথম সোমবার অর্থাৎ ৪ জানুয়ারি থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। পাশাপাশি অফিস টাইমে ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো। শনি ও রবিবার ই-পাস লাগবে না। তবে টোকেন সিস্টেম নয়, স্মার্টকার্ডেই যাতায়াত করতে হবে যাত্রীদের।
৪ জানুয়ারি থেকে মেট্রোর আপ, ডাউনে ১১৪টি করে মোট ২২৮টি মেট্রো চলাচল করবে। আপ লাইনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭.৫০ পর্যন্ত ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ডাউন লাইনে সকাল ৮ টা ৪৮ মিনিট থেকে সন্ধে ৭টা ১৮ মিনিট পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।
বর্তমানে সিনিয়র সিটিজেন, মহিলা ও শিশুদের ই-পাস লাগছে না। ৪ জানুয়ারিতে অফিস টাইম ছাড়া বাকি যাত্রীদেরও ই-পাস বাধ্যতামূলক নয়। তবে, সকাল ৯ থেকে ১১টা এবং বিকেল ৫ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ই-পাস লাগবে সাধারণ যাত্রীদের। শনি ও রবিবার ই-পাস আর লাগবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন