Advertisment

সোমবার থেকে বাড়ছে মেট্রো! বদল টাইম টেবিলে, ক'টা থেকে প্রথম ট্রেন?

Kolkata Metro: এখন আপ ও ডাউন মিলিয়ে মোট ২০৮টি ট্রেন চলে। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বেড়ে হচ্ছে ২২০টি।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro corona

কলকাতা মেট্রো। এক্সপ্রেস ফাইল ছবি

Kolkata Metro: করোনাকালে সামাজিক দূরত্ব বজায়ে সোমবার থেকে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শনিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতে পয়লা জুলাই থেকে শর্তসাপেক্ষে চলছে মেট্রো। ৫০% যাত্রী নিয়ে সোমবার থেকে শুক্রবার পাতালপথে ছুটছে এই গণপরিবহণ। মেট্রোর তরফে বন্দোবস্ত থাকলেও, যাত্রী অসচেতনতা চোখে পড়ার মতোন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পরিষেবা চালু রেখেও কোভিড বিধি পালনে হিমশিম খেতে হচ্ছে মেট্রো কর্মীদের। তাই মেট্রোর সংখ্যা বাড়িয়ে দুরত্ব পালনে যাত্রীদের বার্তা দিতে উদ্যোগী কলকাতা মেট্রো। এমনটাই মেট্রো ভবন সূত্রে খবর।

Advertisment

জানা গিয়েছে, এখন আপ ও ডাউন মিলিয়ে মোট ২০৮টি ট্রেন চলে। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বেড়ে হচ্ছে ২২০টি। অর্থাৎ আপ ও ডাউন লাইনে ১১০ জোড়া ট্রেন চলবে। ২২০টি ট্রেনের মধ্যে কবি সুভাষ-দক্ষিণেশ্বরের মধ্যে চলবে মোট ১৫০টি ট্রেন। বাকি ৭০টি চলবে দদমদম থেকে কবি সুভাষের মধ্যে। শুধু ট্রেনের সংখ্যা বৃদ্ধি নয় বদল হচ্ছে সময় সারণিতে।

মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকালে প্রথম মেট্রো ৮টার জায়গায় সোমবার থেকে সাড়ে ৭টায় চলবে। একইভাবে দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো সকাল ৮টার জায়গায় সাড়ে ৭টায় চলবে। যদিও শেষ মেট্রো দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে  রাত ৮টাতেই। এই সময়ের কোনও পরিবর্তন নেই। এদিকে, কোভিডে বিপর্যস্ত মানবজীবন। ভগবান বুদ্ধের দেখানো পথেই এই কঠিন সময় থেকে মুক্তি সম্ভব। মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুরু পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে মোদী এদিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে ভগবান বুদ্ধের দেখানো পথ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।’

ভগবান বুদ্ধের বাণী তুলে ধরে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, ‘করোনায় মানবতা সংকটে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভগবান বুদ্ধের অবদান অনেকটা। ভারত দেখিয়ে দিয়েছে তাঁর পথে হেঁটে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। দেশগুলি একে অপরের সাহায্যে এগিয়ে আসছে, একে অপরের শক্তি হচ্ছে উঠছে।’

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভগবান বুদ্ধ আমাদের জীবনের দুঃখ এবং তার কারণের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেকে দুঃখ জয় করতে পারে। তিনি আমাদের অষ্টমন্ত্র দিয়েছিলেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata metro Corona in bengal Time table
Advertisment