এবার অনলাইনে নতুন ট্রেড লাইসেন্সের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। ট্রেড লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও অনলাইন ব্যবস্থা কার্যকর হয়েছে। নথি ঠিক থাকলে অনলাইনে আবেদনের ২৪ ঘন্টার মধ্যে আবেদনকারী নতুন ট্রেড লাইসেন্স হাতে পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই ব্যবস্থা লাগু হয়েছে।
কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের উদ্যোগে কাজের সুবিধার্থে এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।
কলকাতা পুরসভা থেকে ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আগে বহু হয়রানির অভিযোগ শোনা যেত। প্রতারণাচক্রও কাজ করত। সেইসব নির্মুলের জন্যই অনলাইন পরিষেবা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। এক আধিকারিকের কথায়, 'অনলাইনব ব্যবস্থা মধ্যসত্বভোগীদের বিনাশ ঘটাবে। এছাড়া হয়রানিও কমবে।'
গত বছর বাড়ির মিউটেশনের ক্ষেত্রে কলকাতা পুরসভায় অনলাইন ব্যবস্থা চালু হয়। নথি ঠিক থাকলে সাত দিনের মধ্যে মিলছে অনুমোদন। এছাড়াও সম্পত্তি কর সহ নানা পরিষেবা মিলছে অনলাইনে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন