Advertisment

টিকাকরণে কলকাতায় নজির, সৌজন্যে হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড

চালু হওয়ার ২৫ দিনের মধ্যে ৭৩ হাজার শহরবাসী হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডে টিকার জন্য নাম নথিভুক্ত করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
covid case increases in kolkata initiative to open Safe Home Quarantine Center by kmc

আক্রান্তের সংখ্যা বাড়তেই কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ।

কলকাতা পুরনিগমের উদ্যোগে হোয়াটসঅ্যাপে সংরক্ষণের মাধ্যমে টিকাকরণে নজির। চালু হওয়ার ২৫ দিনের মধ্যে ৭৩ হাজার শহরবাসী এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডে টিকার জন্য নাম নথিভুক্ত করেছেন। জানা গিয়েছে, এই চ্যাটবোর্ডে প্রায় ৮১ লক্ষ কনভারসেশন হয়েছে।

Advertisment

শহরে টিকাকরণ প্রক্রিয়ায় গতি ও শৃঙ্খলা আনতে বিশেষ উদ্যোগ নেয় পুরনিগম। হোয়াটসঅ্যাপের তৈরি বিশেষ চ্যাটবোর্ড ব্যবহার করা হয়। গত ১৫ মে এই প্রক্রিয়া চালু হয়। কলকাতা পুরনিগমের মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম এর উদ্বোধন করেন। পুনিগমের মোট ৯০টি কেন্দ্রের জন্য এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডে মাধ্যমে টিকার জন্য স্লট সংরক্ষণ করা যাচ্ছে। ৪৫ বছরের বেশি বয়সীরাই এই প্রক্রিয়ার সুবিধা নিতে পারচ্ছেন। টিকাকরণের জন্য বয়স্কদের অসুবিধা দূর করে সুচারু ব্যবস্থার জন্য এই পদ্ধতি চালু হয়।

মহানগরে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে কলকাতা পুরনিগমের কমিশনার বিনোদ কুমার বলেছেন, 'কলকাতায় টিকাকরণ অত্যন্ত আশাব্যাঞ্জক। হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু হওয়ায় একদিকে যেমন কতজনের টিকাকরণ হল তার হিসাব রাখা যাচ্ছে, তেমনই অরাজকতা, বয়স্কদের হেনস্থা এড়ানো যাচ্ছে। হোয়াটঅ্যাপের কাছে পুরনিগম কৃতজ্ঞ।'

রাজ্য সরকারের ই-গভর্নেন্সের প্রধান অভিজিৎ রায়ের কথায়, 'ই-গভর্নেন্সের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরণের বিষয় সরকারের অন্যান্য দফতরের ই-গভর্নেন্সের কাজেও কাজে লাগানো যেতে পারে।'

হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান অভিজিৎ বসু বলেছেন, 'টিকাকরণ ও কোভিড পরিস্থিতিতে সরকারকে সহায়তায় হোয়াটসঅ্যাপ বদ্ধপরিকর। সুযোগ দেওয়ার জন্য আমরা কলকাতা পুনিগমের কাছে কৃতজ্ঞ।'

হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকাকরণ স্লট সংরক্ষণের জন্য +৯১ ৮৩৩ ৫৯৯৯০০০ নম্বরে ইমরেজিতে 'হাই' (Hi) লিখে পাঠাতে হবে। প্রথম ডোজের প্রমাণ ও আইডি দিয়ে দ্বিতীয় ডোজের জন্য পছন্দের টিকাকরণ কেন্দ্রের নাম লিখতে হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর সংরক্ষণকারীকে হোয়াটসঅ্যাপে পাল্টা টিকাকরণের দিন, সময় ও কেন্দ্রের নাম জানানো হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Vaccination Whatsapp KMC Kolkata Municipal Corporation
Advertisment