Advertisment

West Bengal news today updates: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, অধীর অপেক্ষায় কলকাতাবাসী

শুক্রবার থেকে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস শহরে। গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal flood, north bengal flood, north bengal

(প্রতীকী ছবি)

West Bengal news today updates:

Advertisment

অবশেষে স্বস্তি। শুক্রবার থেকে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস শহরে। গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আগামী ২৬ এবং ২৭ জুলাই কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে বুধবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবার জুলাই-এর শেষ সপ্তাহেও নামল না বৃষ্টি। বিগত বেশ ক'বছরের নিরিখে এটিই উষ্ণতম জুলাই। অন্যদিকে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির অধিকাংশ অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের টানাপোড়েন দীর্ঘদিনের। এমতাবস্থায় রাজ্য সরকারের পরামর্শ ছাড়াই বর্ধমান রেল স্টেশনের নাম বদল নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে জেলা পারিষদদের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টেশনের নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, বর্ধমানে স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে করার কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, সে বিষয়ে তিনি একেবারেই অবগত নন। উল্লেখ্য, কয়েক দিন আগে পাটনায় একটি সভায় বর্ধমান স্টেশনের নাম বদল করে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখার পরিকল্পনার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

বাংলায় রাজনৈতিক হিংসা যেন থামছেই না। একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজিরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াবাহিনী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন বলে পাল্টা দাবি করেছে বিজেপি।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিভিন্ন জেলা পরিষদ সংগঠিত করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর কথায় নয়, সরাসরি জেলা পারিষদদের নিয়ে নবান্নের সভাঘরে বৈঠক সারেন মমতা। তাৎপর্যপূর্ণভাবে এদিন শুধু সংগঠিত হওয়ার ডাকই দেননি, পারিষদদের মাসিক ভাতাও অনেকটাই বৃদ্ধি করলেন তৃণমূল প্রধান। বৈঠক শেষে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়ুন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার সদস্যদের ভাতা বৃদ্ধি মমতার

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট, Follow the updates here:



























17:03 (IST)24 Jul 19










































স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল

কলকাতার সমস্ত ব্রিজ এবং উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করার সিধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই আগামী ১৫ অগাস্ট থেকে ১৮ অগাস্ট, তিন দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল।

16:04 (IST)24 Jul 19










































সাম্প্রদায়িক সংখ্যালঘুর বিরুদ্ধে হিংসা নিয়ে সরব অপর্ণা সেন

দেশে সব ধরনের অসহিষ্ণুতার বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন বিদ্বজ্জনেরা। তার প্রেক্ষিতেই বুধবার দুপুরে বালিগঞ্জ প্লেসে এক সাংবাদিক বৈঠক করলেন অপর্ণা সেনেরা। সাংবাদিক বৈঠকে পরিচালক-অভিনেতা বললেন, 'দেশের মানুষকে জয় শ্রী রাম বলতে বাধ্য করাও যেমন অন্যায়, জয় শ্রী রাম বলার জন্য আক্রান্ত হওয়াও ঘৃণ্য। দেশকে ভালোবাসি বলে আওয়াজ তুলছি। দেশের ধর্ম নিরপেক্ষ চরিত্র বিপন্ন হয়ে পড়ছে'।

15:08 (IST)24 Jul 19










































মোদীকে চিঠি দিলেন অপর্ণা-অঞ্জন সহ বিদ্বজ্জনেরা

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন দেশের বিভিন্ন প্রান্তের বিদ্বজ্জনেরা। জয় শ্রীরাম, গণপিটুনি, অসহিষ্ণুতা, ধর্মীয় মেরুকরণের মতো বিষয়গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানালেন অদূর গোপালকৃষ্ণণ, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, কেতন মেহতা, অনুরাগ কশ্যপ, গৌতম ঘোষ, শ্যাম বেনেগাল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্টরা। সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, অধ্যাপক প্রত্যেকেই সই করেছেন এই চিঠিতে।

11:37 (IST)24 Jul 19










































উত্তপ্ত কাঁকিনাড়া, বোমাবাজির আতঙ্ক

লোকসভা নির্বাচনের  পর থেকেই অশান্ত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চল। মঙ্গলবার কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে ফের বোমাবাজি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়।

10:52 (IST)24 Jul 19










































কারখানার সিঁড়ি ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

পঞ্চসায়রের চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় লোহার সিঁড়ি ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বেনফিশের কারখানায় সেফটি বেল্ট ছাড়াই কাজ করছিলেন শ্রমিক। লোহার সিঁড়ি ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। তদন্তে নেমেছে পুলিশ।

09:22 (IST)24 Jul 19










































ভবানীপুরে মদন মিত্রের 'রাম কথা' অনুষ্ঠান বাতিল

এর আগে তৃণমূলের কাটমানি থেকে নন্দীগ্রাম প্রসঙ্গে মদন মিত্রের গলায় শোনা গিয়েছে অন্য সুর। ফের ভবানীপুরের রাম কথা অনুষ্ঠান বাতিল হওয়ায় ঘাসফুল শিবিরের সঙ্গে মদনের মতবিরোধের জল্পনা তুঙ্গে।

09:16 (IST)24 Jul 19










































শহরে কোথায় কী?

আজ মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবসকে ঘিরে শহরে একাধিক অনুষ্ঠান রয়েছে। দিনভর কোথায় কী রয়েছে, তার তালিকা দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক শাখা। 

প্রতীক্ষার আর প্রায় আড়াই মাস। কলকাতার পুজো কমিটিগুলোকে আয়কর নোটিস পাঠানো ঘিরে দুর্গাপুজোর আগে ফের গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ইস্যুতে আরও একবার বিজেপিকে দুষে মমতা বলেছেন, পুজো কমিটির থেকে কর চেয়ে আসলে দুর্গাপুজোর অপমান করছে বিজেপি। এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্বাচনের সময় হিন্দু ধর্ম, আর নির্বাচনের পর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় কর আদায় করা, এটা ঠিক হচ্ছে না। ধিক্কার জানাচ্ছি’’। দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর তলব ঘিরে মমতার পাল্টা সরব হয়েছে বিজেপিও।
Advertisment