Advertisment

গোলাপী মরশুমে শহরে সেঞ্চুরি ছুঁল পেঁয়াজের দাম

এর আগে কখনও পেঁয়াজের দাম এতটা বাড়তে দেখেননি শহরবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি : শশী ঘোষ

পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকা। হেঁশেল টানতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। বাজারে গিয়ে মাথায় হাত উঠেছে সাধারণের। সব সেঞ্চুরি আনন্দের নয়। এক কিলো পেঁয়াজ কিনতে খরচ এখন ১০০ টাকা। এত দাম দিয়ে পেঁয়াজ খাওয়া সম্ভব নয়। তাই এক কিলো পেঁয়াজ তুলতে চাইছে না শহরবাসী।

Advertisment

চর চর করে বাড়ছে পেঁয়াজের দাম। পাঁটুলি বাজারে এক পেঁয়াজ ব্যবসায়ী জানিয়েছেন, 'মালিকরা পেঁয়াজের দাম কোনো দিন বস্তা পিছু রাখছে হাজার তিনেক টাকা কোনো দিন তিন হাজার পাঁচশ টাকা। পোস্তায় পুলিশ হানা দিয়েছে, কাজেই বাজারে পেঁয়াজের দাম বাড়াতে হচ্ছে। পেঁয়াজের দাম বাড়বে বইকি কমবে না।'

শিয়ালদহ কোলে মার্কেটের পেঁয়াজ পট্টির ব্যবসায়ীরাও বেশ চিন্তায় পড়েছেন। এর আগে কখনও পেঁয়াজের দাম এতটা বাড়তে দেখেনি শহরবাসী। গত সপ্তাহতেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা।

শুধু পেঁয়াজ নয়, অগ্নিমূল্য বাজারের বাকি সবজিও। জ্যোতি আলু– ২০ টাকা প্রতি কিলো, আদা– ১৬০–২০০ টাকা প্রতি কিলো, নতুন আদা – ১০০–১২০ টাকা প্রতি কিলো,মটরশুটি ১০০ টাকা কিলো, পেঁয়াজকলি ১০০ টাকা কিলো, পটল– ৪০-৪৫ টাকা প্রতি কিলো, ঢ্যাঁড়শ– ৫৫-৬০ টাকা প্রতি কিলো, কুমড়ো– ৩০ টাকা প্রতি কিলো, উচ্ছে–৬০ টাকা প্রতি কিলো, ঝিঙে– ৪০-৫২ টাকা প্রতি কিলো, বেগুন – ৪০-৫০ টাকা প্রতি কিলো, টমেটো– ৫০ টাকা প্রতি কিলো, লঙ্কা– ২৫-৪০ টাকা প্রতি কিলো, গাজর– ৭৫-৮০ টাকা প্রতি কিলো, বাধা কপি– ৩০-৪০ টাকা প্রতি কিলো, ফুল কপি প্রতি পিস ১০- ২০ টাকা,বরবটি – ৬০ –৭০ টাকা প্রতি কিলো, করলা– ৫০–৬০ প্রতিকি লো, লাউ – ১২ –১৪ টাকা প্রতি কিলো, পেপে – ১৫-২০ টাকা প্রতি কিলো, সিম- ৩৫-৪০ টাকা প্রতি কিলো। রসুন - ৩০০ টাকা কিলো, বিনস ৮০ টাকা।

Price Hike
Advertisment