Advertisment

Metro Rail: মঙ্গলবার নেতাজির জন্মদিনে মেট্রোয় বিরাট বদল, বাড়ি থেকে বেরনোর আগে সাবধান!

Kolkata Metro: কলকাতা মেট্রো এই শহরের লাইফলাইন। সেই লাইফলাইন ব্যবহার করেন শহর এবং শহরতলিবাসীর অনেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro Rail Authority taken several steps to catch ticketless passengers

কলকাতা মেট্রোরেল।

Metro Rail Kolkata: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বড়সড় বদল হচ্ছে কলকাতা মেট্রোর পরিষেবায়। মঙ্গলবার ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটিকে সরকারি ছুটির দিনের আওতায় ফেলা হয়েছে। তাই, অন্যদিনের মত কলকাতা মেট্রো পরিষেবা মঙ্গলবার পাওয়া যাবে না। অন্যদিনের তুলনায় ৪৪টি মেট্রো কম চলবে মঙ্গলবার। অন্যদিন বা স্বাভাবিক দিনে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চলে। কিন্তু, বুধবার চলবে মাত্র ২৩৪টি মেট্রো। এই নর্থ ও সাউথ করিডর বলতে দক্ষিণেশ্বর আর কবি সুভাষের মধ্যেকার মেট্রো চলাচলকে বোঝানো হয়েছে।

Advertisment
Deadline for hawkers around kolkata New Market area
New Market Kolkata: কলকাতার নিউ মার্কেট চত্বর।

মেট্রোর সংখ্যা কম থাকায় বিঘ্নিত হতে পারে যাত্রী পরিষেবা। আর, তা সামাল দিতে দুটি মেট্রোর মধ্যে চলাচলের ব্যবধান বাড়িয়ে দেওয়ার কথা ভেবেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এমনিতে ছুটির দিনে অনেকেই পরিবার নিয়ে বেড়াতে যান। কলকাতা মেট্রো এই শহরের লাইফলাইন। সেই লাইফলাইন ব্যবহার করেন শহর এবং শহরতলিবাসীর অনেকেই। ফলে তাঁদের সামান্য হলেও সমস্যা হতে পারে।

সবচেয়ে সমস্যায় পড়বেন বেসরকারি অফিসের কর্মীরা। কারণ, নেতাজির জন্মদিনে সরকারি অফিস ছুটি থাকলেও বহু বেসরকারি অফিসে ছুটি থাকবে না। সেক্ষেত্রে নিত্যযাত্রী এই বেসরকারি অফিসের কর্মীরা মেট্রোর সংখ্যা কম থাকায় সমস্যায় পড়তে পারেন। তাই মঙ্গলবার যাঁরাই মেট্রোর পথ ধরবেন, হাতে সময় নিয়ে বেরোলে উপকৃত হবেন।

আরও পড়ুন- সাহেবরাও কম চোর নন! গ্রেফতার করেছেন বাঙালি গোয়েন্দা, শুনলে অবাক হবেন

তবে, তার মধ্যেও আশার কথা আছে। নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে মেট্রো কর্তৃপক্ষ প্রথম এবং শেষ মেট্রো পরিষেবায় মঙ্গলবার কোনও বদল আনছে না। ফলে, দক্ষিণেশ্বর, দমদম, কবি সুভাষ- তিন স্টেশন থেকেই অন্যদিনের সময়েই ছাড়বে প্রথম মেট্রো। একইভাবে শেষ মেট্রোও ওই তিন স্টেশন থেকে স্বাভাবিক দিনের সময়েই ছাড়বে। এমনটাই জানা গিয়েছে, কলকাতা মেট্রো রেল সূত্রে।সেই হিসেবে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকালে দমদম থেকে ছাড়বে ৬টা ৫০ মিনিটে। আর, শেষ মেট্রো দমদম থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। একইভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর, শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকেও দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।

kolkata news kolkata metro kolkata
Advertisment