Advertisment

Kolkata Police: কুকর্মে বাধা দিতেই বেধড়ক মার, মাথা ফাটল পুলিশের, খাস কলকাতাতেই আক্রান্ত আইনের রক্ষক

Kolkata Police: আইন হাতে তুলে নিয়ে রাজ্যের যত্রতত্র গণপিটুনি হয়ে চলেছে। কোথাও পুলিশের সামনে মারধর হচ্ছে, কোথাও আবার সালিশি সভা বসিয়ে নির্যাতন চলছে। কিন্তু এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশকর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Police, Kolkata News

এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশকর্মী। প্রতীকী ছবি

Kolkata Police: আইন হাতে তুলে নিয়ে রাজ্যের যত্রতত্র গণপিটুনি হয়ে চলেছে। কোথাও পুলিশের সামনে মারধর হচ্ছে, কোথাও আবার সালিশি সভা বসিয়ে নির্যাতন চলছে। কিন্তু এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশকর্মী। ভোরবেলায় টহল দিতে বেরিয়ে বেধড়ক মার খেলেন এক পুলিশকর্মী। মারের চোটে মাথা ফেটেছে তাঁর। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।

Advertisment

জানা গিয়েছে, দেবাশিস মণ্ডল নামে ওই কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল বুধবার ভোরের দিকে বাইকে করে টহল দিতে বেরিয়েছিলেন ভোরবেলায়। ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় এরকম পুলিশি টহল নতুন কিছু নয়। বাইক নিয়ে শোভাবাজার থেকে বড়তলা এলাকায় যাচ্ছিলেন তিনি। এদিন একাই টহল দিতে বেরিয়েছিলেন দেবাশিস। রাস্তায় দুষ্কৃতীদের মুখোমুখি হন তিনি। অপরাধে বাধা দেওয়াতেই হামলার শিকার হন তিনি।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। আইনের রক্ষকই যদি কলকাতার মতো শহরে নিরাপদ না হন তাহলে আম নাগরিকের কী হবে! রাজ্যের জেলায় জেলায় শাসক আশ্রিত দুষ্কৃতীদের দাদাগিরি চলছে। মার খাচ্ছেন আম জনতা থেকে পুলিশও। কেন বার বার এই ঘটনা ঘটছে তা নিয়ে চিন্তিত পুলিশ-প্রশাসনও।

আরও পড়ুন Sonarpur News: সন্দেশখালির ছায়া সোনারপুরে, মহিলাদের শিকলে বেঁধে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

প্রসঙ্গত, মঙ্গলবারই রাজ্যের ডিজিপি পদে ফিরেছেন রাজীব কুমার। দায়িত্ব পেয়েই সাংবাদিক সম্মেলন করে তিনি রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, আইন যেন কেউ হাতে তুলে না নেয়। আর তার পরদিনই শহর কলকাতায় আক্রান্ত পুলিশকর্মী।

kolkata police kolkata news West Bengal
Advertisment