Advertisment

বড়দিনের রাতে মর্মান্তিক কাণ্ড খাদ্যভবনে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কলকাতা পুলিশের কনস্টেবলের

তিনি নিজেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত গুলি লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Khadya Bhawan

নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবন

বড়দিনে মর্মান্তিক ঘটনা নিউ মার্কেট লাগোয়া খাদ্যভবনে। খাদ্যভবনে রিজার্ভ ফোর্সের ব্যারাকের সামনে নিজেরই সার্ভিস রিভলভার থেকে গুলিবিদ্ধ হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। সঙ্কটজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশকর্মী নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন না কি দুঘর্টনাবশত লেগেছে তা স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার খাদ্যভবনে ওই ব্যারাকের সামনে তপন দাস নামে ওই পুলিশকর্মীর বুকে হঠাৎ গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার তদন্ত করছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তপন পালের পরিবারকে।

৫৩ বছর বয়সী কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তিনি নিজেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত গুলি লেগেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন খাস কলকাতায় হাড়হিম কাণ্ড, বাড়িতে ডেকে স্ত্রীকে অ্যাসিড ছুড়ল স্বামী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ধর্মতলা চত্বরে যখন বড়দিনের ভিড় থিকথিক করছে, ঠিক তখনই নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবনে রিজার্ভ ফোর্সে ব্যারাকের সামনে গুলিবিদ্ধ হন ওই পুলিশকর্মী। এদিন ওই পুলিশকর্মীর নাইট ডিউটি ছিল। ঘটনার সময় খাদ্যভবনের ভিতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ডিউটিতে যাওয়ার পথেই ঘটনাটি ঘটে।

ঘটনাটির পর রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। কিছুক্ষণ তিনি ঘটনাস্থলে ছিলেন। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা।

kolkata police West Bengal Christmas New Market
Advertisment