Advertisment

Kolkata Police 'CYBUZZ': যেন বাজপাখি! সাইবার অপরাধ দমনে সচেতনতা বাড়াতে শহরজুড়ে ঘুরে বেড়াচ্ছে CYBUZZ

Cyber Crime CYBUZZ: ঘটকপুকুর এবং হাতিশালার পাশাপাশি, ভাঙড় ডিভিশনের ভাঙর হাইস্কুল এবং পলেরহাঠ থানা এলাকার কাঁঠালিয়া হাই স্কুলের পড়ুয়াদের কাছেও 'CYBUZZ' নানা ধরনের সাইবার সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে। এই বিশেষ বাসে রয়েছে সাইবার শিক্ষার নানা উপকরণ- যেমন সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য, দেওয়াল জোড়া ভিডিও স্ক্রিন, সাইবার কুইজ সম্বলিত ট্যাব, পোস্টার এবং ব্যানার।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata। Police। CYBUZZ

KP CYBUZZ: শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এই বাস।

Kolkata Police 'CYBUZZ': কখনও হোয়াটসঅ্যাপে দেওয়া চাকরির প্রস্তাবের মাধ্যমে প্রতারণা। কখনও আবার, ব্যাংক থেকে ফোন করার নামে প্রতারণা অথবা অন্যকিছু। রাজ্যে বাড়ছে সাইবার অপরাধ। সেকথা মাথায় রেখে রাজ্যের রাজধানী কলকাতাকে সাইবার অপরাধীদের চক্র থেকে বাঁচাতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। যার অংশ হিসেবে জনচেতনা বাড়াতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। এই উদ্যোগের অংশ হিসেবে কলকাতা পুলিশের বিশেষ বাস ঘুরে বেড়াচ্ছে শহরের পথ-ঘাটে। যার নাম দেওয়া হয়েছে 'CYBUZZ'।

Advertisment
Kolkata। Police। Cyber। Crime
KP Mamata: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাসের উদ্বোধন করেছেন।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ বাসের উদ্বোধন করেছেন। সেই সঙ্গে তিনি মুর অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের নতুন কার্যালয়েরও উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই 'CYBUZZ' বাস চালু হয়েছে। এই বিশেষ বাসে রয়েছে সাইবার শিক্ষার নানা উপকরণ- যেমন সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য, দেওয়াল জোড়া ভিডিও স্ক্রিন, সাইবার কুইজ সম্বলিত ট্যাব, পোস্টার এবং ব্যানার।

Kolkata। Police। Cyber। Crime। CYBUZZ
KP Cheating: সাইবার প্রতারকদের দৌরাত্ম্য দিনকে দিন বাড়ছে।

ইতিমধ্যেই 'CYBUZZ' বাসটি সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভাঙড় ডিভিশনের ঘটকপুকুর ও হাতিশালার মোড়ে প্রদর্শিত হয়েছে। কলকাতা পুলিশের সাইবার শাখার কর্মীরা স্থানীয় মানুষ ও বিদ্যালয়ের পড়ুয়াদের সেখানে নানা ধরনে সাইবার ক্রাইমের ব্যাপারে সচেতন করেন। ঘটকপুকুর এবং হাতিশালার পাশাপাশি, ভাঙড় ডিভিশনের ভাঙর হাইস্কুল এবং পলেরহাঠ থানা এলাকার কাঁঠালিয়া হাই স্কুলের পড়ুয়াদের কাছেও 'CYBUZZ' নানা ধরনের সাইবার সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন- মাত্র দেড় বছর বয়সেই চাকরিতে! ফের কলকাতা পুলিশের গৌরব বাড়াল সারমেয় স্কোয়াড

সম্প্রতি কলকাতায় বেশ কিছু বড় ধরনের সাইবার অপরাধের ঘটনা ঘটেছে। অজ্ঞাত ব্যক্তির পাঠানো কিউআর কোড স্ক্যান করে প্রতারিত হয়েছেন কলকাতার বাসিন্দা সুরেশ রায়। তিনি খুইয়েছেন ৪.৪৫ লক্ষ টাকা। কলকাতা পুলিশ সেই উদাহরণ তুলে ধরে নাগরিকদের বারবার প্রচার করেছে, 'অপরিচিত ব্যক্তির থেকে টাকা পাওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করবেন না।' আবার আরেকটি ঘটনায় দেখা গিয়েছে, প্রচারমূলক রিভিউ লেখার জন্য টেলিগ্রাম অ্যাপের একটি গ্রুপে যোগ দিয়ে ৪৩ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন কলকাতার বাসিন্দা রোহিত সেন। যেকথা মাথায় রেখে, কলকাতা পুলিশ এই শহরের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, 'বাড়িতে বসে সহজেই অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেয়, এমন কোনও বার্তায় সাড়া দেবেন না।' একইসঙ্গে, এমন ধরনের অপরাধ যাতে শহরের বুকে বাড়তে না-পারে, সেজন্য নাগরিকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছে কলকাতা পুলিশ। আর, সেজন্যই 'CYBUZZ' চালু করা হয়েছে।

cyber crime Chinese Cyber Attack Cyber Security West Bengal Police police kolkata police
Advertisment