Advertisment

কলকাতা পুলিশের এসটিএফের হাতে চেন্নাইয়ে গ্রেফতার জেএমবি জঙ্গি

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের তোরিয়াপক্কম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আসাদুল্লাকে। ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত ধৃত ওই জেএমবি জঙ্গি।

author-image
IE Bangla Web Desk
New Update
jmb, জেএমবি

কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত জেএমবি জঙ্গি। প্রতীকী ছবি।

আরও এক জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ)  জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। চেন্নাই থেকে জেএমবি নেতা আসাদুল্লা শেখকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতের কাছ থেকে জাল পরিচয়পত্র ও নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত জেএমবি জঙ্গি বর্ধমানের ভাতারের বাসিন্দা বলে খবর। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে বলে জানিয়েছে এসটিএফ।

Advertisment

স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের তোরিয়াপক্কম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আসাদুল্লাকে। ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত ধৃত জেএমবি জঙ্গি। ধৃতকে জেরা করে অনেক তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, জেএমবি-তে রিক্রুটারের কাজ করত আসাদুল্লা। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বানানোর প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত ছিল সে।

আরও পড়ুন: কলকাতা পুলিশে ফিরলেন দময়ন্তী, রাজ্য পুলিশ পেল নতুন টাস্ক ফোর্স

উল্লেখ্য, ক’দিন আগেই জেএমবি-র এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। বিহারের গয়া থেকে জেএমবি জঙ্গি ইজাজ আহমেদকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে জানা গিয়েছিল, ধৃত জঙ্গি ইজাজ আহমেদ বীরভূমের পানরুই গ্রামের বাসিন্দা। ২০০৮ সাল থেকে জেএমবি জঙ্গি দলের সঙ্গে যুক্ত ছিল সে। ‘আমির’ হিসেবে অভিষেক হয়েছিল তার। ভারতে জামাত জঙ্গিদের প্রধান নিয়োগকর্তা হিসেবে ইজাজ কাজ করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সালাউদ্দিন সালেহাঁ, কওসরের মতো জেএমবি জঙ্গিদের ঘনিষ্ঠ ইজাজ। বোধগয়া বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড মহম্মদ জাশিদুল ইসলাম ওরফে কওসরকে পালাতে সাহায্য করার জন্য ছক কষছিল আহমেদ, ইজাজকে জেরা করে একথাই জানতে পেরেছেন তদন্তকারীরা।

kolkata police kolkata news
Advertisment