Advertisment

বাসের রেষারেষির জেরে কাটা গেল যাত্রীর কান

একটি কান সম্পূর্ণ কাটা পড়ে, অন্য কানটিতে গুরুতর আঘাত পান সমীরবাবু। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে কাটা পড়ল এক যাত্রীর কান। তাঁর ডান হাতের বুড়ো আঙুলও কেটে গিয়েছে। শুক্রবার সকালে গড়িয়াহাট এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। আহত যাত্রীর নাম সমীর পাল। ঢাকুরিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যাত্রী। আটক করা হয়েছে চালক সহ দুটি বাসকেই।

Advertisment

জানা গিয়েছে, সমীর পাল ২১২ নম্বর রুটের বাসে করে যাচ্ছিলেন। বাসে ভিড় থাকার কারণে দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। ২১২ নম্বর রুটের বাসটি ৩সি/২ নম্বর বাসের সঙ্গে রেষারেষি করছিল। এমন সময় আচমকাই ২১২ নম্বর বাসটি ব্রেক কষলে ছিটকে পড়ে যান সমীরবাবু। এক যাত্রীর দাবি, "গড়িয়াহাট মোড়ের কাছে হঠাৎই ৩সি/২ রুটের বাস ওভারটেক করার চেষ্টা করে ২১২ নম্বর বাসকে। এমন সময় আচমকা ব্রেক কষেন ২১২-র চালক।" ষাটোর্ধ ওই প্রৌঢ় পাদানি থেকে হুমড়ি খেয়ে ছিটকে পড়ে যান রাস্তায়।

publive-image যাত্রীর দুটি কানেই গুরুতর আঘাত লেগেছে

আরও কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, এই সময় ৩সি/২ বাসটি এসে ধাক্কা দেয় সমীরবাবুকে। যার ফলে একটি কান কেটে যায় তাঁর। পাশাপাশি ধাক্কা লেগে অন্য কানটিও ছিঁড়ে যায়। ডান হাতের বুড়ো আঙুলেও গুরুতর আঘাত লাগে তাঁর।

অন্যদিকে পুলিশ সূত্রের খবর, বাসের পাদানিতে ছিলেন সমীরবাবু। রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটলেও, পুলিশের দাবি, সেই সময় থুতু ফেলতে বাসের বাইরে মাথা বের করে বাইরের দিকে ঝোঁকেন সমীরবাবু। পাশে বাস চলে আসায় ঘটে যায় দুর্ঘটনা। অতএব দুটি কান খোয়া যাওয়ার আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছেই।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তায় পড়ে গিয়েই ঘটেছে বিপত্তি। একটি কান সম্পূর্ণ কাটা পড়ে, অন্য কানটিতে গুরুতর আঘাত পান সমীরবাবু। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সূত্রের খবর, বাস দুটিকে তৎক্ষনাৎ আটক করা হয়। পুলিশ গ্রেফতার করেছে দুই বাস চালককে।

kolkata news kolkata
Advertisment