scorecardresearch

করোনা দাপটে জৌলুস হারাতে পারে কলকাতার দুর্গাপুজো

কলকাতায় পুজোর আনন্দের ছবি খানিকটা ম্লান হতে পারে এ বছর। জাঁকজমকহীন ভাবেই এ বছর দুর্গাপুজো দেখতে পারে এ শহর।

করোনা দাপটে জৌলুস হারাতে পারে কলকাতার দুর্গাপুজো

যে পুজো বাঙালির প্রাণের উৎসব এবার সেই দুর্গাপুজোর আমেজেও যেন হারাতে চলেছে করোনার গ্রাসে। কলকাতায় পুজোর আনন্দের ছবি খানিকটা ম্লান হতে পারে এ বছর। জাঁকজমকহীন ভাবেই এ বছর দুর্গাপুজো দেখতে পারে এ শহর। তবে পুজো হবেই এমনকি হবে মণ্ডপও, নিশ্চিত করেছেন কলকাতার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা।

প্রতি বছর কলকাতায় প্রায় ৪০০টি বড় পুজো হয়। সাবেক ও থিমের মিশেলে প্রতিবছর তাক লাগায় সেই সব পুজো। এ বছর করোনায় সেই জৌলুসে কি তবে ভাঁটা পড়বে? দুর্গোৎসব ফোরামের ভাইস প্রেসিডেন্ট সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, “পুজো বন্ধ হবে না। তবে শহরের বড় বড় পুজো কমিটিগুলো সিদ্ধান্ত নিয়েছে, এ বছর ছোটো করেই দুর্গাপুজো করা হবে।” তবে কী নেপথ্যে রয়েছে অর্থনৈতিক সংকট? সন্দীপনবাবু বলেন, “স্পনসররা আমাদের জানিয়েছেন যে তাঁরা এ বছর বেশি টাকা দিতে পারবেন না। কারণ, এই করোনা পরিস্থিতিতে তাঁদের আয়ে টান পড়েছে।”

কলকাতার অন্যতম পুজোদের মধ্যে প্রধান বেহালা নূতন দল। সেই ক্লাবের প্রেসিডেন্ট দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, “বাজেট কাটছাঁট করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে পুজোর বাজেট থেকে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও আর্থিক সহায়তা করেছি। আগামী দিনে আরও সাহায্য করতে পারি। আমরা মণ্ডপ বানাব কিন্তু অল্প বাজেটের মধ্যে করা হবে। আমরা জানি যে মণ্ডপের জন্য আমাদের স্পনসররা আমাদের যথেষ্ট পরিমাণে টাকা দিতে পারবেন না এ বছর। তবুও আমরা এ বছরের পুজোর পরিকল্পনা করছি। কিন্তু সবটাই সরকারের ঘোষণার উপর নির্ভর করছে। সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করব আমরা”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Kolkata to see low key durga puja celebrations