করোনা যুদ্ধে শামিল চেতলা অগ্রণী ক্লাব, বিনামূল্যে 'দুয়ারে অক্সিজেন' পরিষেবা শুরু

এই উদ্যোগের সূচনা করলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এই উদ্যোগের সূচনা করলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা কালে অক্সিজেনের জন্য হাহাকার সর্বত্র। বাদ যাচ্ছে না এ রাজ্যও। কলকাতা-সহ একাধিক জায়গায় হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য অক্সিজেন এখন নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। করোনা মোকাবিলায় রাজ্যের ক্লাব সংগঠন, দুর্গাপুজো কমিটিগুলিকে এগিয়ে আসার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়েই এবার করোনা যুদ্ধে মাঠে নেমে পড়ল কলকাতার চেতলা অগ্রণী ক্লাব।

Advertisment

ক্লাবের উদ্যোগে চালু হল দুয়ারে অক্সিজেন পরিষেবা। এই উদ্যোগের সূচনা করলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করা হয়েছে। যেমন যেমন চাহিদা সেই অনুযায়ী, এলাকার বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন পরিষেবা দেবেন ক্লাবের সদস্যরা। পুরোটাই বিনামূল্যে। দ্রুত আরও অক্সিজেন কনসেনট্রেটর বাড়ানো হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা মোকাবিলা এখন তাঁর কাছে মূল কাজ। সেইমতো রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠন, ক্লাব সংগঠন, পুজো কমিটিগুলির সঙ্গে নবান্ন সভাঘরে দিন কয়েক আগে বৈঠক করেন তিনি। সেখানে তিনি ক্লাব সংগঠনগুলির কাছে আবেদন করেন, করোনা মোকাবিলায় এগিয়ে আসার জন্য়। এলাকা স্যানিটাইজ করা, ভিড় নিয়ন্ত্রণ, করোনা রোগীদের সেবা করার জন্য ডাক দিয়েছিলেন।

Advertisment

এবার সেই ডাকে সাড়া দিয়ে বহু পুজো সংগঠন এলাকায় করোনা যুদ্ধে শামিল হয়েছে। এর আগে গতবছর কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের সদস্যরা বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করেছিলেন। সেই তালিকায় চেতলা অগ্রণীও সংযুক্ত হল।

coronavirus Chetla Agrani Oxygen Crisis