Advertisment

সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, চোর অপবাদে যুবকের বুকে পা, সাসপেন্ড অভিযুক্ত

প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেশ গোটা ঘটনা নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkatas Civic Volunteer suspended due to his horrible torture

চোর অপবাদে এক যুবককে রাস্তায় ফেলে তার বুকে পা তুলে দাঁড়িয়ে রযেছেন এক সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে এক্সাইড মোড়ের কাছে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সিভিক ভলান্টিয়ারের এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে। প্রবল সমালোচনার মুখে পড়ে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। যদিও পরে কৃতকর্মের জেরে অনুতপ্ত বলে জানিয়েছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তন্ময় বিশ্বাস।

Advertisment

এ যেন আমেরিকার মিনিয়াপোলিসের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা। গত বছর মিনিয়াপোলিসের রাস্তায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে রাস্তায় ফেলে তাঁর গলার উপর হাঁটু মুড়ে বসে থাকতে দেখা গিয়েছিল এক শ্বেতাঙ্গ পুলিশ আধিকারিককে। শ্বাস নিতে পারছিলেন না জর্জ। বাঁচার আর্তনাদেও কান দেননি ওই পুলিশ আধিকারিক। শেষমেশ শ্বাস বন্ধ হয়ে রাস্তাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন জর্জ ফ্লয়েড। মার্কিন পুলিশের অমানবিকতার এই চরম নিদর্শনের নিন্দায় সরব হয়েছিল গোটা বিশ্ব। বিশ্বের একাধিক দেশ প্রতিবাদে গর্জে উঠেছিল।

ঠিক সেই ঘটনার যেন পুনরাবৃত্তি হতে চলেছিল খাস কলকাতায়। ঠিক কী ঘটেছিল শনিবার রাতে? পুলিশ জানিয়েছে, গতকাল রাতে এক্সাইড মোড়ের কাছে চলন্ত বাসে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল এক যুবক। সেই সময় সেখানেই ডিউটি করছিলেন সিভিক ভলান্টিয়ার তন্ময বিশ্বাস। বাসের যাত্রীদের চিৎকার শুনেই ওই যুবককে ধরতে তৎপর হন তিনি। দৌড়ে গিয়ে যুবককে ধরেও ফেলন তন্ময়। এরপরেই সেই যুবককে রাস্তায় ফেলে তার বুকে-পেটে লাথি মারতে শুরু করেন ওই সিভিক ভলান্টিয়ার। এক সময় যুবকের বুকে পা তুলে দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তন্ময়কে। অভিযোগ, সাউথ ট্রাফিক গার্ডে অন্য পুলিশকর্মীরা থাকলেও ওই সিভিক ভলান্টিয়ারকে কেউই বাধা দেননি।

আরও পড়ুন- ‘বাংলার মেয়ে পেট্রোল-ডিজেলের দাম কমান’, মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর

চাঞ্চল্যকর এই ঘটনা মুহূর্তে মোবাইলবন্দি করে ফেলেন অনেকে। দ্রুত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অপরাধী ধরার এটা কোন কৌশল? নিন্দার ঝড় ওঠে সর্বত্র। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তিনি জানিয়েছেন, এই ধরনের আচরণ কখনই সমর্থনযোগ্য নয়। ওই সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে গোটা ঘটনা বিস্তারিতভাবে জানতে সাউথ গার্ডে গতকাল রাতে কর্তব্যরত পুলিশ কর্মীদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে।

এদিকে, তাঁর আচরণে গোটা পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বুঝে সুর বদলেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তন্ময় বিশ্বাস। যুবককে রাস্তায় ফেলে তার বুকে পা তুলে দেওয়াটা ঠিক হয়নি বলেই জানিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। নিজের আচরণে অনুতপ্ত বলে জানিয়ছেন তন্ময়। ওই যুবককে ধরে রাখতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে সাফাই দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

police kolkata news Civic Volunteer kolkata
Advertisment