Advertisment

আচমকাই বদলে ফেলা হল লকগেট উড়ালপুলের রুট

লকগেট উড়ালপুলের অভিমুখ অনুযায়ীই বদলাবে কাশীপুর রোডের অভিমুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আচমকাই বদলে ফেলা হল রুট। সময়ের ব্যবধানে পরিবর্তিত হবে অভিমুখ। সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত চিৎপুর লকগেট উড়ালপুলে গাড়ি থাকবে দক্ষিণমুখী। আর বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত সেই রাস্তা গাড়ি চলবে উত্তরমুখে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলে কোনও যান চলাচলই করবে না বলে জানান হয়েছে ট্রাফিক পুলিশের তরফে।

Advertisment

একইসঙ্গে লকগেট উড়ালপুলের অভিমুখ অনুযায়ীই বদলাবে কাশীপুর রোডের অভিমুখ। অর্থাৎ সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত চিৎপুর লেভেল ক্রসিং ও কাশীপুর রোড থাকবে উত্তরমুখী এবং বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই রুট হবে দক্ষিণমুখী। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত লেভেল ক্রসিং ও কাশীপুর রোড হয়ে দু'দিকেই গাড়ি যাতায়াত করতে পারবে।

অফিস টাইমে ট্রাফিক জ্যামের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছিল নিত্যযাত্রীদের। সেই ভোগান্তি দূর করতেই যাত্রাপথের বদল বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে অভিমুখ বদল হয় লকগেট উড়ালপুলের। তবে এই ঘোষণা অনেকেই জানতেন না। যার ফলে বৃহস্পতিবার বিভ্রান্তির সৃষ্টি হয়। অন্যদিকে, যে বিকল্প রাস্তা হিসেবে চিৎপুর রেল ইয়ার্ডের কাছে লেভেল ক্রসিং চালু করা হয়েছে।

দক্ষিণ কলকাতাগামী বাস, লরি-সহ বিভিন্ন গাড়িকে বাগবাজারের দিক থেকে প্রাণনাথ মুখার্জি রোড হয়ে লেভেল ক্রসিং পার করে কাশীপুর রোডের দিকে পাঠানো হচ্ছে। অন্যদিকে, বিটি রোড থেকে দক্ষিণ কলকাতাগামী গাড়িকে ধরতে হবে লক গেট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে সমস্ত বাসকে চিৎপুর ব্রিজের মুখে থেকেই বাম দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নতুন রাস্তা ধরে বাস লেভেল ক্রসিং পার করে কাশীপুর রোড ধরছে। কিন্তু, ট্রেন বা মালগাড়ি যাওয়ার সময় নতুন রাস্তায় জ্যামের সৃষ্টি হচ্ছে। তখন পুরোনো নিয়মেই গাড়িকে চিৎপুর ব্রিজ ধরতে বলা হচ্ছে।

ন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news kolkata
Advertisment