রক্ষণাবেক্ষণের কাজও চলছিল। তাই গার্ড রেল দিয়ে বন্ধ করা ছিল মা উড়ালপুলে ওঠার রাস্তা। তবুও কিন্তু বেপরোয়া বাইক চালক গার্ড রেলের ফাঁক গলে ভিতরে ঢুকে পড়েন। এরপরেই পরিণতি হল ভয়ঙ্কর। বাইক থেকে উড়ালপুলের নিচে পড়ে মৃত্যু হল এক যুবকের। ফলে পুলিশি নদরদারি নিয়ে প্রশ্ন উঠে গেল।
সূত্র মারফৎ খবর, শুক্রবার ভোর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাইকে করে দুই যুবক মা উড়ালপুল ও এজেসি বোস রোড সংযোগকারী ফ্লাইওভারের দিকে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা মারে। এজেসি বোস রোডের সংযোগ স্থলে দ্রুতগতি বাইকটি বাঁক নিতে গেলে দুর্ঘটনা ঘটে। বাইক আরোহী শুভম কুমার উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান। এদিকে উড়ালপুলেই ছিটকে পড়ে যান বাইক চালক অঙ্কিত কুমার।
দুর্ঘটনার পরেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা দু’জনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যায়। সেখানেই শুভমকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। জখম অঙ্কিতের চিকিৎসা চলছে।
পুলিশের দাবি, বাইক চালক ও আরোহী দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে অনুমান সেই কারণেই বৃস্পতিবার ভোররাতে ওই দুর্ঘটনাটি ঘটেছে।