Advertisment

উপচে পড়া ভিড় ‘দুয়ারে সরকার’ শিবিরে, কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ সরকারি নানা প্রকল্পের সুবিধা মিলছে সেই শিবিরগুলি থেকে৷

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal govts projects Duare Sarkar gets National Level award

জাতীয় সম্মান পেল ‘দুয়ারে সরকার’।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’ শিবির চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই শিবিরে প্রতিদিন রাজ্যজুড়ে কাতারে-কাতারে মানুষের ভিড়৷ সরকারি একাধিক প্রকল্পের সুবিধা মিলছে এক ছাতার তলায়৷ মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে ‘দুয়ারে সরকার’ শিবিরে এক কোটিরও বেশি মানুষ নানা প্রকল্পের সুবিধা নিতে জড়ো হয়েছিলেন৷ টুইটে একথা জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisment

মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে এক কোটিরও বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন৷ টুইটে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এটা সবাইকে জানাতে চাই যে চব্বিশে আগস্ট ২০২১ পর্যন্ত, ১ কোটিরও বেশি মানুষ রাজ্য জুড়ে #DuareSarkar ক্যাম্পে গিয়েছেন।’’

‘দুয়ারে সরকার’ শিবির বিধানসভা ভোটের লড়াইয়ে শাসকদল তৃণমূলকে বাড়তি মাইলেজ জুগিয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের৷ ভোটে জিতে ফেরার পরেও উদ্যোগে খামতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ রাজ্যে ফের চালু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ একটানা বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চলবে শিবির৷ প্রতিদিন রাজ্যের কোনায়-কোনায় থাকা শিবিরগুলিতে কাতারে-কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন৷ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের আওতাভুক্ত হতে আবেদনপত্র মিলছে এই শিবির থেকেই৷

আরও পড়ুন- ‘বিধায়ক জনতার নেতা, উন্নয়নের কাজে ভেদাভেদ চলবে না’, ফের বার্তা মুখ্যমন্ত্রীর

এরই পাশাপাশি এবারের ‘দুয়ারে সরকার’ শিবিরে ভিড় বাড়ার অন্যতম প্রধান কারণ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প৷ এই প্রকল্পের আওতায় তফশিলি জাতিভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন৷ অন্য মহিলারা মাসে পাঁচশো টাকা করে ভাতা পাবেন৷ ‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে গত কয়েকদিনে মাত্রাছাড়া ভিড়ের অন্যতম প্রধান কারণ হল এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প৷ বহু জায়গাতেই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলির জন্য কাউন্টারের সংখ্যা বাড়াতে হয়েছে প্রশাসনকে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal kolkata
Advertisment