তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’ শিবির চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই শিবিরে প্রতিদিন রাজ্যজুড়ে কাতারে-কাতারে মানুষের ভিড়৷ সরকারি একাধিক প্রকল্পের সুবিধা মিলছে এক ছাতার তলায়৷ মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে ‘দুয়ারে সরকার’ শিবিরে এক কোটিরও বেশি মানুষ নানা প্রকল্পের সুবিধা নিতে জড়ো হয়েছিলেন৷ টুইটে একথা জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে এক কোটিরও বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন৷ টুইটে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এটা সবাইকে জানাতে চাই যে চব্বিশে আগস্ট ২০২১ পর্যন্ত, ১ কোটিরও বেশি মানুষ রাজ্য জুড়ে #DuareSarkar ক্যাম্পে গিয়েছেন।’’
‘দুয়ারে সরকার’ শিবির বিধানসভা ভোটের লড়াইয়ে শাসকদল তৃণমূলকে বাড়তি মাইলেজ জুগিয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের৷ ভোটে জিতে ফেরার পরেও উদ্যোগে খামতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ রাজ্যে ফের চালু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ একটানা বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চলবে শিবির৷ প্রতিদিন রাজ্যের কোনায়-কোনায় থাকা শিবিরগুলিতে কাতারে-কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন৷ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের আওতাভুক্ত হতে আবেদনপত্র মিলছে এই শিবির থেকেই৷
আরও পড়ুন- ‘বিধায়ক জনতার নেতা, উন্নয়নের কাজে ভেদাভেদ চলবে না’, ফের বার্তা মুখ্যমন্ত্রীর
এরই পাশাপাশি এবারের ‘দুয়ারে সরকার’ শিবিরে ভিড় বাড়ার অন্যতম প্রধান কারণ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প৷ এই প্রকল্পের আওতায় তফশিলি জাতিভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন৷ অন্য মহিলারা মাসে পাঁচশো টাকা করে ভাতা পাবেন৷ ‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে গত কয়েকদিনে মাত্রাছাড়া ভিড়ের অন্যতম প্রধান কারণ হল এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প৷ বহু জায়গাতেই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলির জন্য কাউন্টারের সংখ্যা বাড়াতে হয়েছে প্রশাসনকে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন