মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের সঙ্গে সঙ্গে দেখা করলেন মমতা। শুধু দেখাই নয়, পুজোর মুখে মোদীর স্ত্রীকে শাড়িও উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, বুধবার বিকেলে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাতের কথা মমতার। রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মোদীর সঙ্গে মমতা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর।
অন্যদিকে, আজ নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন। রাজনৈতিক দূরত্ব সরিয়ে এদিন টুইটারে মোদীকে শুভেচ্ছা জানান মমতা। মুখ্যমন্ত্রীর থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার পর পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর জন্মদিনের প্রাক্কালে গতকালই কুলটির কল্যানেশ্বরী মন্দিরে পুজো দেন মোদীর স্ত্রী।
আরও পড়ুন: ‘রাজীব কুমারের পরিণতির জন্য মমতাই দায়ী’
আরও পড়ুন: মোদীর জন্মদিনে যজ্ঞ করলেন তৃণমূল বিধায়ক, তুঙ্গে জল্পনা
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকে একাধিকবার মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নির্বাচনী প্রচারে এসে মমতাকেও আক্রমণ করতে ছাড়েননি মোদী। উনিশের নির্বাচনী প্রচারে মোদী-মমতা বাগযুদ্ধে সরগরম ছিল রাজ্য রাজনীতি। ভোট পরবর্তী সময়েও মোদী বাহিনীর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ কমাননি তৃণমূলনেত্রী। সম্প্রতি এনআরসি ইস্যুতে বিরোধিতা জানিয়ে সোচ্চার হয়েছেন মমতা। সেই প্রেক্ষিতে প্রায় দেড় বছর বাদে আবারও মোদীর সঙ্গে মমতার বৈঠক ঘিরে সরগরম রাজনীতি। অন্যদিকে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের নাগাল পেতে যখন মরিয়া সিবিআই, ঠিক সে সময়ই মোদী-মমতা সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের একাংশের। এ নিয়ে মমতাকে বিঁধেছেন বিরোধীরাও।