চৈত্রর শেষ দিনে গিয়েছিলেন। রাজ্যবাসীর মঙ্গল-কামনা করেছিলেন। শনিবার ফের কালীঘাট মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই উপনির্বাচনে জয়ের পরই শনিবার শুভ দিনে কালীপুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
তৃণমূলের জোড়া জয়ে উচ্ছ্বসিত দলের কর্মী, সমর্থকরা। খুশি খোদ তৃণমূল সুপ্রিমো। সকালে টুইটে ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এই জয় 'নববর্ষের বড় উপহার' বলে দাবি করেছিলেন। দলের জয়ের পরে বিকেলে পুজো দিলেন দক্ষিণা কালীর কাছে। বললেন, 'আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল, মা কথা রেখেছেন। তাই কোনও প্রস্তুতি ছাড়াই মায়ের কাছে চলে এলাম।'
পরে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে, 'মানুষের কাছে কৃতজ্ঞ। এই আস্থা আমাদের আরও কাজ কাজ করতে উৎসাহিত করবে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কুৎসা সত্ত্বেও মানুষের বিশ্বাস, আস্থাই বড় ভরসা। মানুষ জানেন শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূলই বড় ভরসা। জন্মলগ্নের পর আসানসোলে শুধু তৃণমূল জিতলই না, রেকর্ড ভোটে জিতল। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না, মনে রাখবেন একটা মোবাইলের ভাইরাল ভিডিও মানুষকে অসত্য খবর দিয়ে বিভ্রান্ত করতে পারে। আমিও চাই সব সত্য উদঘাটিত হোক।'
কালীঘাট থেকে বেরিয়ে নিজের বাড়ির কাছে শিবমন্দিরেও পুজো দেন মুখ্যমন্ত্রী।