বৌবাজারে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আরও একাধিক বাড়ি, জানালেন বিদেশী ইঞ্জিনিয়ররা। ইতিমধ্যে আরও বেশ কিছু বাড়ি দ্রুত খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে, বুধবার বৌবাজারের হাল বুঝতে ড্রোন ওড়ানো হয় আকাশে। জানা যাচ্ছে, ঠিক কোন কোন বাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার, এবং সমগ্র পরিস্থিতির খতিয়ান নেওয়া হচ্ছে ড্রোনের মাধ্যমে।
যত সময় যাচ্ছে, বৌবাজার নিয়ে বাড়ছে আতঙ্ক। বিরামহীন ভাবে একের পর এক ভেঙে পড়ছে বাড়ি। ধূলিসাৎ হয়ে যাচ্ছে বাপ-ঠাকুরদার ভিটে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে হংকং থেকে কলকাতায় এসে পৌঁছেছেন বিশেষজ্ঞদের একটি দল। বুধবার বৌবাজার বিপর্যয়ের গোটা পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন তাঁরা। পর্যবেক্ষনের সময় সঙ্গে ছিলেন মাটি ও সুড়ঙ্গ বিশেষজ্ঞরাও।
আরও পড়ুন: ৩ দিনেই বৌবাজার যেন সভ্যতার ধ্বংসাবশেষ
জানা যাচ্ছে, হংকং থেকে এসেছেন মাটি বিশেষজ্ঞ জন এনরিকর্দ ও সুড়ঙ্গ বিশেষজ্ঞ জে ব্রিজ ক্রিস্টোফার। এঁদের সঙ্গে রয়েছেন মেট্রো রেলের বিশেষজ্ঞরা। পরীক্ষা করে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-কে রিপোর্ট দিয়েছেন তাঁরা।
যা জানা গেছে, তাতে যে কোনও মুহুর্তে ভেঙে পড়তে পারে বৌবাজারের আরও কিছু বাড়ি। বৌবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে আপাতত প্রবেশ নিষেধ। কোন বাড়ি নিরাপদ, কোন বাড়ি বিপজ্জনক, তা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে হবে। তবে ইতিমধ্যে আরও সাতটি বাড়ি ভেঙে ফেলতে হবে বলে জনিয়েছে কেএমআরসিএল। কলকাতা পুরসভাকেও জানানো হয়েছে একথা। কুড়িটি বাড়ির অবস্থা বিপজ্জনক। এর মাঝে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল মেরামত করার সবরকম চেষ্টা চলছে।