Advertisment

ভোররাতে শহরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১১টি ঘর

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলকর্মীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire occured at south 24 pargans maheshtala, mother and two child were died

প্রতীকী ছবি।

ভোররাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গেস্ট হাউসটিতে। সেই সময়ে বেশ কিছু আবাসিকও ছিলেন গেস্ট হাউসের বিভিন্ন ঘরে। তাঁদের প্রত্যেককেই নিরাপদে বের করে আনা হয়। গেস্ট হউসের কমপক্ষে ১১টি ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Advertisment

শহরে ফের অগ্নিকাণ্ড এবার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুন লেগে যায়। শনিবার ভোররাতে হঠাৎই ওই গেস্ট হাউসে আগুন লাগে। আবাসিকরাই প্রথমে সেই আগুন দেখতে পান। তাঁরা চিৎকার শুরু করে দেন। ছুটে আসেন গেস্ট হাউসের কর্মীরা। ততক্ষণে খবর গিয়েছে দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৩টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে পৌঁছোন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার।

আরও পড়ুন- গলায় অস্ত্রোপচার সফল, ১০ দিন কথা বলা বারণ মদন মিত্রের

জানা গিয়েছে, গেস্ট হাউসে আগুন লাগার সময় বেশ কয়েকটি ঘরে আবাসিকরা ছিলেন। তাঁদের দ্রুত নিরাপদ জায়গায় সরানো হয়। তবে আগুনের প্রবল ধোঁয়ায় তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। তবে বাকিদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। এদিকে, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

অগ্নিকাণ্ডে প্রাণহানি এড়ানো গেলেও গেস্ট হাউসটির ব্যাপক ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলকর্মীদের। তবে আগুন লাগার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন দমকল আধিকারিকরা।

kolkata news fire
Advertisment