বিবাদী বাগে টেলিফোন ভবনের কাছে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকেছে। রাজভবনের কাছেই এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে অনতিদূরে অবস্থিত রাজভবন থেকে বাইরে বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাস্তায় নেমে পরিস্থিতি তদারকি করতে নামেন তিনি।
জানা গিয়েছে, টেলিফোন ভবনের পিছনে যে বহুতলে ওই আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। তার ভিতরে রয়েছে বেশ কিছু অফিস। এর মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। প্রাথমিক ভাবে অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কারণ সেখান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল নিশ্চিত করেছেন বহুতলে যে অংশে আগুন লেগেছে এবং বাকি অংশে কেউ আটকে নেই। নিরাপদেই সবাইকে বাইরে আনা হয়েছে। রাজ্যপাল আনন্দ বোস রাস্তায় দাঁড়িয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি তদারকি করতে থাকেন। তিনি বাড়িতে পরা পোশাকেই রাস্তায় বেরিয়ে আসেন।
জানা গিয়েছে, ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। বহুতলে যেখানে আগুন লেগেছে সেখান পর্যন্ত নিচ থেকে হোস পাইপের মাধ্যমে জল না পৌঁছনোয় আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।