Advertisment

ফের স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আতঙ্ক

বেশ কিছুদিন আগে এই স্ট্র্যান্ড রোডেই নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণ গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire occured in a home at nimtala ghat street

প্রতীকী ছবি

কলকাতার স্ট্র্যান্ড রোডে ফের অগ্নিকাণ্ড। বুধবার সাতসকালে একটি বহুতলের চার তলায় ব্যাঙ্কের শাখায় বিধ্বংসী আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কিছুদিন আগে এই স্ট্র্যান্ড রোডেই নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণ গিয়েছিল। এদিনের আগুন ফের সেই স্মৃতি উসকে দেয়।

Advertisment

জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই স্ট্র্যান্ড রোডের ওই বহুতলের ৪ তলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্যান্টিন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ছড়িয়ে পড়ে আগুন। চারতলা পুরোটাই কার্যত জ্বলতে থাকে। পাশের আবাসন থেকে ইট ছুঁড়ে জানলা ভাঙার চেষ্টা করা হয়।

দমকল আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পাশাপাশি একাধিক বহুতল, ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রবল সমস্যায় পড়তে হয় তাঁদের। পরে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে আপ্রাণ চেষ্টা করেন দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের সার্ভার রুমে আগুন লাগে। পূর্ব ভারতে বিস্তীর্ণ শাখায় অনলাইন বুকিং বন্ধ হয়ে যায়। মৃত্যু হয়েছিল একাধিক দমকলকর্মী-সহ মোট ৯ জনের। বিপর্যস্ত হয়েছিল পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেলের অনলাইন পরিষেবা। যে ঘটনায় একাধিক দমকলকর্মীরও মৃত্যু হয়েছিল।

kolkata fire
Advertisment